
Advertisement
জুমবাংলা ডেস্ক: ঠাকুরগাঁও জেলায় মঙ্গলবার দুই ব্যবসায়ীসহ আরও পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। খবর ইউএনবি’র।
তারা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর বাঙ্গালিপাড়ায় একজন মোবাইল সেলসম্যান (২০), বড়গাঁওয়ের ঢাকা ফেরত একজন পুরুষ (৩৩), কবিরাজপাড়ার এক ব্যবসায়ী (৩২), বালিয়াডাঙ্গীর ডাঙ্গীপাড়ার এক পুরুষ ও পীরগঞ্জের বৈরচুনায় একজন পুরুষ।
এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯০ জনে।
সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান জানান, এপর্যন্ত ৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন দুজন।
মঙ্গলবার নতুন করে ২২ জনের নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর পাঠানো হয়েছে। মঙ্গলবার পর্যন্ত পাঠানো হয়েছে ২৫০৭ জনের নমুনা। ২৪৬ জনের নমুনা পরীক্ষার জন্য অপেক্ষমাণ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।