Advertisement
জুমবাংলা ডেস্ক: ঠাকুরগাঁও জেলায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে করোনা প্রতিরোধে তিনদিনব্যাপী সচেতনমূলক কর্মসূচি চলছে।
গতকাল সোমবার থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী এ কর্মসূচির দ্বিতীয় দিন আজ মঙ্গলবার ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা, স্টেশন রোড, কালিবাড়ি, বাসস্ট্যান্ডসহ কয়েকটি স্থানে পথসভার আয়োজন করা হয়।
এসময় পথচারি ও যানবাহনে চলাচলরত যাত্রীদের মাঝে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পথসভায় বক্তব্য রাখেন-সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম, ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার প্রমুখ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।