
জুমবাংলা ডেস্ক: ঠাকুরগাঁওয়ে নতুন আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। খবর ইউএনবি’র।
Advertisement
শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, বালিয়াডাঙ্গী উপজেলায় পাঁচ জন, পীরগঞ্জে ছয় জন এবং রাণীশংকৈলে আট জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, শুক্রবার পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৯৭ জন। এর মধ্যে সদরের ৪৫০ জন, হরিপুরে ৮২, পীরগঞ্জে ৮১, রাণীশংকৈলে ১০৮ ও বালিয়াডাঙ্গী উপজেলায় ১৭৬ জনের রয়েছেন।
এপর্যন্ত মোট সুস্থ হয়েছে ৫২৫ জন এবং মারা গেছেন ১৬ জন।
এছাড়া শুক্রবার নতুন করে আরও ৭০ জনের নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর পাঠানো হয়েছে। এপর্যন্ত ৫ হাজার ২৭৯ জনের নমুনা পাঠানো হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।