ঠাকুরগাঁও প্রতিনিধি: টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় নাকাল হয়ে পড়েছে উত্তরাঞ্চলের স্বাভাবিক জীবনযাপন। এই অঞ্চলের বসবাসকারী অসহায় ও দুস্থ মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। তাদের মধ্যে কারও কারও শীতবস্ত্র থাকলেও অধিকাংশ মানুষের নেই শীত নিবারণের জন্য প্রয়োজনীয় পোশাক।
সরকারের পাশাপশি এই অঞ্চলের শীতার্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে রংপুর বিভাগ সমিতি, ঢাকা।
গতকাল উত্তরের জেলা পঞ্চগড়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের পর আজ (৩০ জানুয়ারি) ঠাকুরগাঁও জেলায় শীতার্তদের কম্বল বিতরণ করেছে সমিতিটি।
ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সিনিয়র সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম রবি এবং কার্য-নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সামিউর রহমান জিপু।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকসহ কলেজের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঠাকুরগাঁও সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবিব।
রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র সভাপতি ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ নূরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও রাজশাহী মেট্রোপলিট্রন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিকের সার্বিক দিক নির্দেশনায় রংপুর বিভাগের আট জেলায় শীতার্তদের মাঝে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
এর আগে গত বছর করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষ এবং বন্যার্তদের মাঝে খাদ্য ও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে রংপুর বিভাগ সমিতি, ঢাকা।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel