
জুমবাংলা ডেস্ক : ৭৫ বছরের বৃদ্ধাকে উলঙ্গ করে পিটিয়ে বাসার মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়া ভয়ঙ্কর সেই গৃহকর্মী রেখাকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। ঢাকা থেকে সে পালিয়ে গিয়েছিল ঠাকুরগাঁওয়ে। বুধবার (২০ জানুয়ারি) গভীর রাতে শাহজাহানপুর থানার একটি দল তাকে গ্রেপ্তার করে।
ঘটনার পর প্রথমে ডেমরায় আশ্রয় নেয় রেখা। একটি বেসরকারি চ্যানেলে সংবাদ প্রচারের পর নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে যায় ঠাকুরগাঁওয়ে মামার বাসায়। পরে রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গি থানার সীমান্তবর্তী কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চুরি করা টাকার মধ্যে এক লাখেরও বেশি সে ইতোমধ্যে খরচ করে ফেলেছে। উদ্ধার করা হয় ৬০ হাজার টাকা, স্বর্নালঙ্কার ও মোবাইল ফোন। গৃহকর্মী রেখাকে আজই ঢাকায় নিয়ে আসা হবে। হাজির করা হবে আদালতে।
ঘটনার বিবরণে জানা যায়, বৃদ্ধা মাকে দেখভালের জন্য রাখা হয়েছিল গৃহকর্মী রেখাকে। সেই গৃহকর্মীর নির্মম নির্যাতনেই এখন এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে সেই মা। ভাইরাল হওয়া এক সিসিটিভি ভিডিওতে দেখা গেল, ওই বৃদ্ধাকে নগ্ন করে চরম নির্যাতন চালিয়েছে সেই গৃহকর্মী।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার সকাল সোয়া দশটা। প্রায় তিন বছর ধরে কিডনীসহ নানা সমস্যায় ভোগা বিলকিস বেগম শুয়ে আছেন বিছানায়। পরম যত্নে তার সেবা করছেন রেখা নামে গৃহকর্মী। প্রথম দেখায় যে কেউ দেখবেন, এমন চোখেই। কিন্তু না, পরম মমতার পেছনে যে কত ভয়ংকর পরিকল্পনা লুকিয়ে ছিলো তা ভাবলে শিউরে উঠবে যে কেউ।