জুমবাংলা ডেস্ক : বৈশ্বিক মহামারী নভেল করোনা ভাইরাসের অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরী ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এতে অংশ নেবেন ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের প্রেসিডেন্ট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র কর্মকর্তারা।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২০) সন্ধ্যা ৭ টায় গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন প্রধানমন্ত্রী। অনলাইন মাধ্যমের এই সম্মেলনে ‘কভিড-১৯: বাংলাদেশ ও আঞ্চলিক সহনশীলতা’ শিরোনামে অনুষ্ঠিত আলোচনাপর্বে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে এরই মধ্যে বিস্তার ঘটাচ্ছে কভিড-১৯। দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২০ জন; সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭৭২ জন। এমন পরিস্থিতিতে, এই ভিডিও কনফারেন্সে অংশ নিচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপল। সরকার প্রধান শেখ হাসিনার সঙ্গে এই অঞ্চলে করোনার সংক্রমণ ও প্রতিরোধমূলক ব্যবস্থার সার্বিক দিক নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এদিকে, করোনার এই ভয়াবহ পরিস্থিতি সামলে নেয়ার লক্ষ্যে, এরই মধ্যে কৃষক-ব্যবসায়ী-শিল্প উদ্যোক্তাদের সামগ্রিক ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য অর্থনৈতিক সহায়তার ‘প্রণোদনা প্যাকেজ’ ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে। ভিডিও কনফারেন্সে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের প্রেসিডেন্টবর্গ ব্রেন্ড যোগ দিয়ে বৈশ্বিক অর্থনীতির প্রভাব নিয়ে আলোচনা করার কথা রয়েছে।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কভিড-১৯ এর সংক্রমণ শুরু হওয়ার প্রেক্ষাপটে পরিস্থিতি মোকাবিলায় করণীয় ঠিক করতে, গেলো ১৫ মার্চ সার্ক নেতাদের সাথেও ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। ঐ সম্মেলনে দক্ষিণ এশিয়ার সরকার ও রাষ্ট্রপ্রধানরা সার্কভুক্ত দেশগুলোর আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত তহবিল গঠনে একমত পোষণ করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।