আন্তর্জাতিক ডেস্ক : আইএমএফের শর্ত মেনে ডলারের বিনিময় হার নির্ধারণে নমনীয়তা আনতে সম্মত হয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রা বেচা-কেনায় ‘ক্রলিং পেগ’র করিডোর বাড়িয়ে ৪ শতাংশ করা হতে পারে। এই নমনীয়তার ফলে আটকে থাকা আইএমএফের ঋণেরর কিস্তি পাওয়ার সম্ভাবনা বাড়লো। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
ক্রলিং পেতে বর্তমানে মধ্যবর্তী দর ১১৯ টাকা। এর সঙ্গে বিদ্যমান আড়ই শতাংশের পরিবর্তে চার শতাংশ করিডোর দেওয়া হতে পারে। এর মানে ব্যাংকগুলো মধ্যবর্তী দরের সঙ্গে চার শতাংশ বেশি বা কমাতে পারবে।
আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি আটকে আছে। মূলত ডলারের বিনিময়হারে অধিকতর নমনীয়তা এবং রাজস্ব আদায় বৃদ্ধিকে কেন্দ্র করে কিস্তি ছাড় হচ্ছিল না। এরই মধ্যে এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ করা হয়েছে।
মার্কিন শীর্ষ ১০ প্রযুক্তি কোম্পানির তালিকায় উঠে এলো প্যালান্টির
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।