স্বাস্থ্য ডেস্ক : ডাক্তারী পেশা একটি সেবাভিত্তিক পেশা। এই পেশায় আসতে হলে মেডিকেলে পড়াশোনা করতে হয়। কিন্তু মেডিকেল কারিকুলামে নৈতিক শিক্ষা বিষয়ে কোনো সাবজেক্ট না থাকার কারণে চিকিৎসক সম্প্রদায়ের মধ্যে সম্প্রতি বৈষম্য পরিলক্ষিত হচ্ছে।
ডাক্তারদের মধ্যে কেউ কেউ বিশাল সম্পদের অধিকারী হচ্ছেন আবার কেউ কেউ সচ্ছল মধ্যবিত্তের জীবন বেছে নিয়েছেন। একই পেশাজীবি হয়েও এই বৈষম্য কেন? চিকিৎসা খাতের বিশেষজ্ঞরা বলছেন, ডাক্তারী সিলেবাসে নৈতিক শিক্ষা পাঠদান না থাকার কারণে এ পেশাজীবিদের মাঝে আধুনিক সমাজের নেতিবাচক প্রভাব পড়ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এ প্রসঙ্গে বলেন, ডাক্তারী পেশাজীবিদের মধ্যে বড় ধরনের বৈষম্য এসে গেছে। আমাদের অনেক চিকিৎসকের এখন প্রচুর টাকা আছে। আবার যারা সদ্য পাস করে আসছেন তারা চিকিৎসা সেবা দিয়ে অপেক্ষা না করে এখনই টাকা চাইছেন। এই যে, কারো টাকা আছে এবং কারো নেই-এই ফারাক থাকলে আমরা নিজেরাই নিজেদের শত্রু হয়ে যাবো।
ডাক্তারী সিলেবাসে নৈতিক শিক্ষা পাঠদান নেই কেন? এমন প্রশ্ন তুলে তিনি বলেন, সমাজের প্রতি চিকিৎসকদের দায়বদ্ধতা ভুলে গেলে চলবে না। আমাদের চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় ত্রুটি থাকার কারণে আমাদের দেশের রোগীরা চিকিৎসার জন্য বিদেশে চলে যাচ্ছেন। জনগণ এবং জনসংখ্যার সঙ্গে মেডিকেল সায়েন্স সম্পর্কিত। জনগণ এবং জনসংখ্যা আমাদের সমাজের একটি অংশ। তাই জনবান্ধব করে চিকিৎসা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।