জুমবাংলা ডেস্ক : ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৫ সালের ব্যবস্থাপক সম্মেলন ২৫ ও ২৬ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে ২০২৫ সালের ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জনে কৌশল নির্ধারণ করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কাশেম মোঃ শিরিন সম্মেলনে সভাপতিত্ব করেন।
সম্মেলনে ব্যাংকের ২৪২ টি শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকগন ও সিএক্রও এবং ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, বিভাগীয় প্রধানগণ এবং ক্লাস্টার প্রধানগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোঃ শিরিন তাঁর বক্তব্যে ২০২৫ সালের ব্যাংকের ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন।
তিনি বিগত বছরের লক্ষ্যমাত্রা অর্জনকারী শাখা-ব্যবস্থাপকগণ ও তাদের সহকর্মীদের অভিনন্দন জানান। যে সব শাখা-ব্যবস্থাপকগণ ২০২৪ সালের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেননি, তারা ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সর্ববৃহৎ অন-লাইন ব্যাংকিং নটেওযর়্াক-ফাস্ট ট্রাক, এটিএম, রকেট, এজেন্ট ব্যাংকিং, পিওএস টার্মিনাল,র্ কিউআর কোড এবং নেক্সাস পে নেটওয়ার্ক কাজে লাগিয়ে ব্যাংকের ব্যবসা বৃদ্ধি করতে অধিক মনোযোগী হওয়ার জন্য তিনি শাখা ব্যবস্থাপকগণের প্রতি আহ্বান জানান এবং শাখা ব্যবস্থাপকগণকে গ্রাহকসেবার মানোন্নয়নের জন্যও নির্দেশনা দেন।
সকল শাখা ব্যবস্থাপকগণ তাদের সমস্যা ও সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং ২০২৫ সালের বাজেটের লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ় অংগীকার ব্যক্ত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।