জুমবাংলা ডেস্ক : নওগাঁর ধামইরহাটে গাছ থেকে ডাব পাড়ার অপরাধে মো.ফিরোজ হোসেন (২৪) নামের এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে।
আজ সোমবার সকাল ১১টার দিকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
ফিরোজ হোসেন ধামইরহাট পৌরসভার অন্তর্গত দক্ষিণ চকযদু (মাহালীপাড়া) গ্রামের মো.তোফাজ্জল হোসেনের ছেলে।
জানা গেছে, আজ সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দেওয়ান মো.মাসুদুর রহমানের গাছ থেকে ডাব চুরি করতে গাছে ওঠে মো.ফিরোজ হোসেন। এ সময় মাসুদুর রহমান ওই যুবককে ৫/৬টি ডাবসহ হাতেনাতে আটক করে। পরবর্তীতে ধামইরহাট-নওগাঁর সড়কের ডাচ বাংলা এটিএম বুথের সামনে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে বুকে আমি ডাব চোর প্লাকার্ড লাগিয়ে তাকে দাঁড়িয়ে রাখা হয়। এ সময় তাকে দেখার জন্য এলাকার মানুষ ভিড় জমায়।
এ ব্যাপারে দেওয়ান মাসুদুর রহমান মাসুদ বলেন, চুরি করে ডাব পাড়তে দেখে সে ফিরোজকে ধরার চেষ্টা করে। কিন্তু ফিরোজ ধরা না দিয়ে তাকে কাঁদা মাটিতে ধাক্কা মেরে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে আটক করে বেঁধে লজ্জা দেওয়ার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়। আগামীতে সে যেন আর এ ধরণের কাজ না করে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.জাকিরুল ইসলাম বলেন, বিষয়টি শোনার সাথে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ যাওয়ার আগে ওই যুবককে ছেঁড়ে দেওয়া হয়। আইন নিজের হাতে নেয়ার অধিকার কারো নেই। কেউ অপরাধ করলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোর্পদ করতে হবে।
উল্লেখ্য, ইতিপূর্বে ধামইরহাট খাদ্য গুদামের গাছ থেকে ডাব পাড়ার অপরাধে ভাম্যমাণ আদালতে ফিরোজ হোসেনকে কারাদণ্ড দেওয়া হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।