লাইফস্টাইল ডেস্ক : অতি প্রিয় এবং মূল্যবান একটি পাথর ডায়মন্ড। চকচক করলেই যেমন সোনা হয় না ঠিক তেমনই যে কোনও উজ্জ্বল-চকচকে পাথর মানেই কিন্তু হীরা নয়। তাই ডায়মন্ড কেনার সময় দুশ্চিন্তায় ভোগে ক্রেতারা।
এবার প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২-এ দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় সুযোগ নিয়ে এসেছে এসজিএল। প্রতিষ্ঠানটি বিনা মূল্যে মাত্র এক মিনিটেরও কম সময়ের মধ্যে ডায়মন্ড পরীক্ষা করছে। দর্শনার্থীরা জুয়েলারি এক্সপোতে এসে জানতে পারবে তাদের ব্যবহার করা ডায়মন্ড ন্যাচারাল নাকি ল্যাবরেটরি মেড। আর ল্যাবরেটরি মেড হলেও কোন মানের সেটা অনায়াসেই জানা যাবে।
বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২-এর উদ্বোধন করা হয়। এর মধ্যে এক নম্বর ভবনে রয়েছে ডায়মন্ড পরীক্ষার বুথ এসজিএল।
এসজিএলের ল্যাব ম্যানেজার সৌরভ বণিক গণমাধ্যমকে বলেন, ‘মেলা চলাকালীন যে কেউ এখানে এসে বিনা মূল্যে ডায়মন্ড পরীক্ষা করতে পারবে। পরীক্ষা করে আমরা বলে দেব তাদের ডায়মন্ড ন্যাচারাল নাকি ল্যাবরেটরি মেড। আর ল্যাবরেটরি মেড হলেও কোন মানের সেটি জানা যাবে পরীক্ষায়। ’
প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২-এ দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় সুযোগ নিয়ে এসেছে এসজিএল। প্রতিষ্ঠানটি বিনা মূল্যে মাত্র এক মিনিটেরও কম সময়ের মধ্যে ডায়মন্ড পরীক্ষা করছে। দর্শনার্থীরা জুয়েলারি এক্সপোতে এসে জানতে পারবে তাদের ব্যবহার করা ডায়মন্ড ন্যাচারাল নাকি ল্যাবরেটরি মেড। আর ল্যাবরেটরি মেড হলেও কোন মানের সেটা অনায়াসেই জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।