আন্তর্জাতিক ডেস্ক : এখনও প্যান্ট পরারই বয়স হয়নি। অথচ ক্রিকেটীয় ব্যাটিংয়ের শিল্পটা যেন মায়ের পেট থেকেই শিখে এসেছে সে। ডায়াপার পরা এক শিশুর দুর্দান্ত সব স্ট্রেট ড্রাইভের এক ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেটি দেখে চোখ ছানাবড়া মাইকেল ভনের মতো ইংল্যান্ডের সাবেক অধিনায়কের। নিজের টুইটার অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার করেছেন তিনি।
কপিবুক স্ট্রেট ড্রাইভ যাকে বলে! ভিডিওতে দেখা যাচ্ছে, কমলা রঙের জামা পরা একটি শিশু গ্লাভস পরে হাতে ব্যাট নিয়ে স্টান্স নিয়েছে। পরনে ডায়াপার। সেই সাজে একের পর এক বল মেরে যাচ্ছে অবলীলায়। ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে সে। তার দিকে একের পর এক বল ছোড়া হচ্ছে। আর কোনও বল মিস না করে সব ক’টি সোজা ব্যাটে খেলে যাচ্ছে সে।
ক্লাবি নামে একটি টুইটার হ্যান্ডলে ভিডিওটি গত ৯ নভেম্বর পোস্ট করা হয়। সেখানে শিশুটির শটের প্রশংসা করা হলেও তার পরিচয় সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে পরিচয় জানা পরে, এমনই সুন্দর ক্রিকেটীয় শট খেলছে শিশুটি, ভিডিওটির ভিউ বেড়ে চলেছে ঝড়ের গতিতে। হচ্ছে শেয়ারও।
ক্লাবির এই ওয়াটার মার্ক দেওয়া ভিডিওটি ফক্স ক্রিকেট ১১ নভেম্বর পোস্ট করে। রিটুইট না করে তারা ভিডিওটি আলাদা করে আপলোড করে। তবে সেখানে ক্লাবিকে অ্যাড্রেস করে দেওয়া হয়েছে। ফক্স ক্রিকেটের পোস্টটি ঘণ্টা চারেক পর রিটুইট করেন মাইকেল ভন। তার মুগ্ধতার কথা ব্যক্ত করেন সাবেক ইংলিশ অধিনায়ক।
ফক্স ক্রিকেটের টুইটার হ্যান্ডলে পোস্ট করা ভিডিওটি প্রায় এক লক্ষ ৩০ হাজার লোক দেখেছে৷ ভিডিওটি প্রচুর মানুষ লাইক ও শেয়ারও করেছেন। ডায়াপার পরা শিশুটির খেলা দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই নানা রকম কমেন্ট করেছেন।
একজন লিখেছেন, ‘নিখুঁত ক্রিকেট স্টাইল।’ আর একজন আবার লিখেছেন, ‘এই শিশুটির চোখ আর রি-ফ্লেক্স স্টিভ স্মিথের মতো।’ একজন লিখেছেন, ‘টেন্ডুলকারের পুনর্জন্ম।’ অনেকে আবার মজাও করেছেন খুদের ক্রিকেট প্রতিভা দেখে। একজন লিখেছেন, ‘ওকে বাউন্সার দাও।’ এর উত্তরে অন্য একজন লিখেছেন, ‘একমাত্র ব্যাটসম্যান, যে বাউন্সারেও বোল্ড হতে পারে।’
Still in diapers yet has a better technique than most club cricketers 😂
🎥: @clubbie pic.twitter.com/6ZsTMkDB28
— Fox Cricket (@FoxCricket) November 11, 2019
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।