করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈনুদ্দিনের মৃত্যু নিয়ে ফেসবুকে এক ভিডিও বার্তা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
ভিডিও বার্তায় তিনি বলেছেন- করোনাযুদ্ধে প্রথম যিনি শহীদ হলেন তিনি আমাদের সিলেটের ছাতকেরই কৃতি সন্তান। আপনারা জানেন যে গতকালকে তিনি মৃত্যুবরণ করেছেন। ডাক্তার মহিউদ্দিন যে আত্মত্যাগ করে গেছেন তাতে বাংলাদেশের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং করোনা ইস্যুতে ডাক্তারদের যত পজিটিভ ভূমিকা তা স্মরণীয় হয়ে থাকবে।
ব্যারিস্টার সুমন আক্ষেপ করে বলেন, ডাক্তার মঈনুদ্দিনের চিকিৎসার জন্য কেন একটি উন্নত অ্যাম্বুলেন্স দেয়া হলো না বা তাকে কেন এয়ার এম্বুলেন্সে করে ঢাকা নেয়া হলো না সে বিষয়টি খুবই দুঃখজনক। আমি কর্তৃপক্ষের কাছে জানতে চাই এমন ঘটনা কেন ঘটলো। করোনার এই সময়ে আর কোনো ডাক্তারদের ব্যাপারে যেন আমাদের এমন কথা শুনতে না হয় আমরা সে আশাটুকু করতেই পারি। কারণ করোনা ইস্যুতে যারা প্রকৃত যোদ্ধা তাদেরকে যদি আমরা সম্মান দেখাতে না পারি তাহলে কোন প্রকৃত যোদ্ধার জন্ম এ দেশে হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



