নিজস্ব প্রতিবেদক: পদোন্নতি পেয়ে বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হয়েছেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) জয়দেব কুমার ভদ্র।
বুধবার (১১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। একই প্রজ্ঞাপনে আরও ৩১ জন পুলিশ কর্মকর্তা ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন।
খুলনার পাইকগাছা উপজেলার কৃতি সন্তান জয়দেব কুমার ভদ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স পাস করে ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
রাজশাহী রেঞ্জে অ্যাডিশনাল ডিআইজি হিসেবে যোগদানের আগে তিনি সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।
পুলিশের মেধাবী ও চৌকস এই কর্মকর্তা এর আগে এসপি হিসাবে যশোর, হবিগঞ্জ ও নেত্রকোনায় দায়িত্ব পালনের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি হিসেবেও দায়িত্ব পালন করেন। লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনি রিজিওনাল কমান্ডার হিসাবে কর্মরত ছিলেন। চাকরি জীবনে ভালো কাজের জন্য সেরা পুলিশ সুপারের পুরস্কার ছাড়াও তিনি বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন।
জয়দেব কুমার ভদ্র তাঁর জন্মস্থান পাইকগাছার মাহমুদকাটীতে অবস্থিত অনির্বাণ লাইব্রেরির অন্যতম প্রতিষ্ঠাতা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়ে কয়েকজন বন্ধুকে নিয়ে তিনি লাইব্রেরিটি প্রতিষ্ঠা করেন। পাঠাগারটি বই পড়ানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজ উন্নয়নমূলক বহুমূখী কর্মকাণ্ডের মাধ্যমে এখন দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।