ডিএসইর স্বতন্ত্র পরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ

জুমবাংলা ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে ফের সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদকে নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে আগামী ৩ বছরের জন্য দেওয়া তার নতুন নিয়োগ কার্যকর বলে গণ্য হবে।

এম ইমরান হামিদ বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যাংক একীভূতকরণ হলে আমানতকারীর কী হবে?