ডিএসপি হলেন ভারতীয় ক্রিকেটার সিরাজ

মোহাম্মদ সিরাজ

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি মোহাম্মদ সিরাজের। মাত্র ৩ ম্যাচ খেলে ১টি উইকেট নিয়েছিলেন। তবে তার দল প্রায় ১৭ বছর পর পুনরুদ্ধার করে টি-২০ বিশ্বকাপের মুকুট। এর স্বীকৃতি হিসেবে সম্মানিত হলেন ভারতীয় পেসার।

মোহাম্মদ সিরাজ

ঘোষণাটি আগেই দিয়েছিলেন তেলেঙ্গনা রাজ্যের প্রধানমন্ত্রী রেভেনান্থ রেড্ডি। তার জুলাইয়ের ঘোষণা অনুযায়ী ডিএসপি (ডেপুটি সুপারিনডেন্ট অব পুলিশ) পদমর্যাদা পেলেন সিরাজ।

ডিএসপি হওয়ার জন্য সিরাজের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা নেই, তিনি পড়াশোনা করেছেন মাধ্যমিক পর্যন্ত। ক্রীড়া ব্যক্তিত্বদের অনুপ্রাণিত করতে সিরাজকে এই দায়িত্ব দিয়ে ব্যতিক্রমের উদাহরণষ তৈরি করেছে তেলেঙ্গনা প্রশাসন। রেড্ডি বলেছেন, ‘আই-গ্রুপের এই চাকরির জন্য নূন্যতম একটি ডিগ্রি প্রয়োজন। সিরাজ কেবল মাধ্যমিক পর্যন্ত পড়েছে। তাও আমরা তাকে ডিএসপির দায়িত্ব দিয়েছি।’

চার-ছক্কার বৃষ্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো ভারত

তেলেঙ্গনার হায়দরাবাদে জন্মগ্রহণ করা সিরাজের ২০১৭ সালে জাতীয় দলে অভিষেক হয়। ২০১৯ সালে ওয়ানডেতে ও পরের বছর টেস্ট আঙিনায় পা রাখেন তিনি। এখন অবশ্য বড় দুই ফরম্যাটেই নিয়মিত তিনি। দেশের হয়ে তিন ফরম্যাটে ৮৯ ম্যাচে শিকার করেছেন ১৬৩ উইকেট।