বিনোদন ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদের বিরুদ্ধে গত ১ এপ্রিল ‘প্রতারণা ও বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তুলেন হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস কাজল) নামে এক পরিচালক। ওই সময় অভিনেতা তার বিরুদ্ধে তোলা সব অভিযোগ আইনিভাবে মোকাবিলা করবেন বলে জানিয়েছিলেন। অবশেষে সেই আইনি পথে হাঁটলেন রিয়াজ।
গত ১৬ এপ্রিল পরিচালক জ্যাম্বস কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ ও ২৯ ধারায় সাইবার ট্রাইবুনালে ঢাকায় একটি মামলা করেন অভিনেতা। যার পিটিশন মামলা নং ১৬৭/২০২৩।
সোমবার (১৭ এপ্রিল) মামলার ব্যাপারে একটি সংবাদমাধ্যমকে চিত্রতারকা রিয়াজ বলেন, আমাকে যিনি নোংরা উপাধি দিয়েছেন, আমি মনে করি তাতে সম্মানহানি হয়েছে আমার। শুরুতে বলেছিলাম এসবের বিরুদ্ধে মামলা করব আমি। সে কথা রেখেছি।
তিনি বলেন, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আইনের আশ্রয় নেয়া আমার অধিকার। এ কারণে সুষ্ঠু বিচারের দাবিতে আমি মামলা করেছি। মামলাটি আদালত আমলে নিয়ে পিবিআইকে তদন্তভার দিয়েছেন। আমি আইনের প্রতি সবসময় আস্থাশীল। কোনটি সত্য-মিথ্যা তা রায় দেবেন আদালত।
এ অভিনেতা বাদী হয়ে মামলায় উল্লেখ করেছেন, পরিচালক জ্যাম্বস কাজল গত ৩১ মার্চ তার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে সামাজিকভাবে হেয়, হেনস্থা ও হীন উদ্দেশ্যে মিথ্যা মানহানিকর বক্তব্য দিয়ে পোস্ট দিয়েছেন।
এর আগে ১ এপ্রিল বিএফডিসিতে সংবাদ সম্মেলন করে রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন পরিচালক জ্যাম্বস কাজল।
যে কারণে মহানগর গোয়েন্দা কার্যালয়ে ডিবি প্রধানের সঙ্গে চিত্রনায়িকা ববি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।