Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ডিজিটাল মিডিয়া ফোরামের কমিটি ঘোষণা
    জাতীয়

    ডিজিটাল মিডিয়া ফোরামের কমিটি ঘোষণা

    জুমবাংলা নিউজ ডেস্কJune 17, 20235 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক: দীপ্ত টিভির অ্যাড সেলসের সিনিয়র অ্যাক্সিকিউটিভ দেলোয়ার হোসেনকে সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল ঢাকা বিজনেসের রিপোর্টার হাকিম মাহিকে সাধারণ সম্পাদক করে ‘ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)’-এর ২১ সদস্য বিশিষ্ট প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে।

    কমিটি ঘোষণা করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ।

    শনিবার (১৭ জুন) সকাল ১১টায় রাজধানীর ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সাগর-রুনি মিলনায়তনে এ কমিটি ঘোষণা করা হয়।

    নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

    অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ।

    বিশেষ অতিথি ছিলেন বাংলাট্রিবিউনের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং সিরাজুল ইসলাম, ডেইলি আমাদের সময়ের হেড অব অনলাইন মোহাম্মদ আলম, কালবেলা নিউজের অনলাইন এডিটর পলাশ মাহমুদ, জুমবাংলা ডটকমের সম্পাদক মো. মাহামুদুল হাসান (হাসান মেজর), আরটিভির হেড অব ডিজিটাল অ্যান্ড স্যোশাল মিডিয়া কবির আহমেদ, চ্যানেল24 এর হেড অব ডিজিটাল মিডিয়া রাজিব খান।

    এ ছাড়াও, অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়া ও করপোরেট প্রতিষ্ঠানের শতাধিক সাংবাদিক ও কর্মকর্তাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন সোহাগ (হেড অব মার্কেটিং অর্থ সংবাদ), সহ-সভাপতি-মো. নাছির উদ্দিন (ম্যানেজার বার্তা ২৪), রায়হান রবিন (এসিস্ট্যান্ট ম্যানেজার, চ্যানেল24) এবং মো. আরিফ (এসিস্ট্যান্ট ম্যানেজার আরটিভি), যুগ্ম-সম্পাদক সাফায়েত আহমেদ (সিনিয়র এক্সিকিউটিভ-ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক-মনিরুজ্জামান মনু (সিনিয়র এক্সিকিউটিভ-ডিজিটাল, দেশটিভি), অর্থ সম্পাদক আতিকুল ইসলাম (ডেপুটি ম্যানেজার, গ্লোবাল টিভি) এবং দপ্তর সম্পাদক-সৈয়দ জাফরান হোসেন নূর (অনলাইন এডিটর, সাননিউজ২৪)।

    আরও রয়েছেন- শিক্ষা ও ত্রাণ বিষয়ক সম্পাদক-ইয়াসমিন আক্তার (রিপোর্টার-আরটিভি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোশতাক রাইহান (এসিস্ট্যান্ট ম্যানেজার ডিজিটাল, জাগোনিউজ ২৪), ক্রীড়া সম্পাদক মানিক মহিউদ্দিন (সিনিয়র এক্সিকিউটিভ, গ্লোবাল টিভি), আপ্যায়ন সম্পাদক আনোয়ার হোসেন (সিনিয়র এক্সিকিউটিভ-বাংলা ট্রিবিউন), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. মোস্তফা সজল (অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার, নেক্সাস টিভি), প্রচার সম্পাদক জহিরুল ইসলাম (সিনিয়র এক্সিকিউটিভ, ঢাকা পোস্ট) এবং ইব্রাহিম খলিল ফয়সাল (এক্সিকিউটিভ কমিউনিকেশন অ্যান্ড ব্র্যান্ডিং অর্থ সংবাদ), নারী বিষয়ক সম্পাদক নিফাত সুলতানা (রিপোর্টার কালবেলা), সাধারণ সদস্য রুহুল কে সাগর (হেড অব ডিজিটাল, যুগান্তর), পারান মাঝি (সিনিয়র অ্যাক্সিকিউটিভ ব্রডকাস্ট, জাগোনিউজ২৪) এবং আশরাফুল ইসলাম রাসেল (দুরবিন, নিউজ ও প্রোগ্রাম প্রেজেন্টার)।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যমে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ও মিডিয়া কর্মীদের সংগঠনের প্রয়োজন রয়েছে। এসব সংগঠনের মাধ্যমে একই পেশায় নিয়োজিত কর্মীদের মধ্যে যেমন যোগাযোগ বাড়ে, তেমনি তুলনামূলক কম দক্ষতাসম্পন্ন কর্মীরা দক্ষদের সঙ্গে মেশার সুযোগ পেয়ে তারাও দক্ষ হয়ে উঠেন। সঙ্গে সম পেশার কর্মীরা একজন-অন্যজনের পাশেও থাকার সুযোগ পান। আশা করি, ডিজিটাল মিডিয়া ফোরামও কর্মীবান্ধব হয়ে উঠবে।

    বাংলাট্রিবিউনের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং সিরাজুল ইসলাম বলেন, ‘ডিজিটাল মিডিয়ার যুগে নিজেদের প্রশিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতেই ডিজিটাল মিডিয়ার যাত্রা। আশা করছে সংগঠনটি গতানুগতিক না হয়ে কাজের মাধ্যমে নিজেদের স্বাক্ষর রাখবে।’

    ডেইলি আমাদের সময়ের হেড অব অনলাইন মোহাম্মদ আলম বলেন, ‘ডিজিটাল মিডিয়ার কর্মী শুধু বললেই হবে না, নিজেদেরও ডিজিটাল বানাতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজেদের যোগ্য করে তুলতে হবে। তাহলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়িত হবে।’

    কালবেলা নিউজের অনলাইন এডিটর পলাশ মাহমুদ বলেন, ‘ডিজিটাল, সেলস ও মার্কেটিংকে এক কাতারে আনতে ডিজিটাল মিডিয়া ফোরাম যারপর নেই চেষ্টা চালিয়ে যাবে বলে আশা করছি। নতুনদের জন্য শুভকামনা থাকলো।’

    আরটিভির হেড অব ডিজিটাল অ্যান্ড স্যোশাল মিডিয়া কবির আহমেদ বলেন, ‘এই সময়ে ডিজিটাল মিডিয়া ফোরামের মতো সংগঠনের প্রয়োজন রয়েছে। দক্ষতা বৃদ্ধি ও আন্তঃযোগাযোগের ক্ষেত্রে আশা করছি সংগঠনটি মূর্খ্য ভূমিকা রাখবে।’

    চ্যানেল24 এর হেড অব ডিজিটাল মিডিয়া রাজিব খান বলেন, ‘এই সংগঠনের সব সদস্যই তরণ। সংগঠনটি সৃষ্টির পেছনে তাদের প্রচেষ্টা ও উদ্যম আমার ভালো লেগেছে। যেখানে সবাই নিজেদের নিয়ে ভাবে, সেখানে ডিএমএফের সদস্যরা একটি পুরো ইন্ডাস্ট্রি নিয়ে ভাবছেন এটি সত্যিই প্রশংসনীয়। এগিয়ে যেতে হবে।’

    জুমবাংলা ডটকমের সম্পাদক মো. মাহামুদুল হাসান (হাসান মেজর) বলেন, ‘ডিজিটালে যারা কাজ করছেন, তাদের সবচেয়ে বেশি দরকার নিজেদের যুগোপযোগী হওয়া এবং এই পেশায় নিয়জিত সবার সঙ্গে সম্পর্ক তৈরি করা। আপনারা সেই পথেই হাঁটছেন।’

    প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বর্তমানে টাকা হলেই সম্পাদক হওয়া যায়। দক্ষতা বাড়ানো এখন বিষয় না। এটি সাংবাদিকতার জন্য সবচেয়ে শুভকর নয়। তাই ডিজিটাল মিডিয়া ফোরামের সদস্যদের দক্ষতা বাড়াতে হবে। পিআইবি সাংবাদিক বানায় না, তবে যারা ইতোমধ্যে গণমাধ্যমে কাজ করছেন, তাদের দক্ষতা বৃদ্ধিতে পিআইবি সবসময় পাশে থাকে, ডিজিটাল মিডিয়া ফোরামেরও পাশে থাকবে।’

    জাফর ওয়াজেদ আরও বলেন, ‘সংগঠনটি খুলতে দেরি হয়ে গেছে। আমি মনে করি সংগঠনটি আরও আগে খোলা উচিত ছিল। তবে যাইহোক, সংগঠনটি যে এখন খোলা হয়েছে, এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। সংগঠনটি যেন সমাজের মাইলফলক হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সাংবাদিকতাকে মনে প্রাণে লালন করতে হবে। শুধু সংগঠন খুললেই হবে না। সংগঠনকে জিয়ে রাখতে হবে। পরিচর্যা করতে হবে। আর এই ফোরামকে কিভাবে পরিচালনা করা যায় তার একটা রুপরেখা তৈরি করতে হবে।’

    অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. আবুল মনসুর আহাম্মদ বলেন, ‘আমাদের সংগঠনগুলো খুলে অন্যান্য কাজে ব্যবহার হয়। এদিকে খেয়াল রাখতে হবে সংগঠনটি যেনো অন্যকাজে ব্যবহার না হয়। তবে আপনাদের ধন্যবাদ জানাই শুধু সাংবাদিক নিয়ে নয়, ডিজিটাল-মার্কেটিং ও সেলস বিভাগ থেকেও লোক নিয়েছেন। আশাকরি এটি খুব ফলপ্রসূ হবে। ডিজিটাল মিডিয়া ফোরাম যেনো সাংবাদিকতাকে ডিজিটালাইজেশন করতে কাজ করতে পারে, সে আশা ব্যক্ত করছি। তথ্য উপাত্তের সত্যতা যাচাই করতে হবে। আমার বিশ্বাস আপনাদের এই ফোরাম অনেক দূর এগিয়ে যাবে। যেকোনো প্রয়োজনে আমাদের পাশে পাবেন।’

    ড. আবুল মনসুর আরও বলেন, ‘সমবায় সাংবাদিকতা ছাড়তে হবে। সমবায় সাংবাদিকতা হচ্ছে- একজনে রিপোর্ট করেন, আর বাকিরা কপিপেস্ট মারেন। এটা সাংবাদিকতার অপচর্চা। ডিজিটাল মিডিয়া ফোরামের সদস্যদের এই বিষয়ে শতর্ক থাকতে হবে।’

    প্রসঙ্গত, দেশের বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও করপোরেট প্রতিষ্ঠানে ডিজিটাল প্ল্যাটফর্মের কর্মীদের মধ্যে পেশাগত সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখা, ডিজিটাল প্ল্যাটফর্মে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন ও যথাযথ চিত্রে উপস্থাপন করা এবং সর্বোপরি কর্মীদের যোগাযোগের উন্নতি, দক্ষতা বাড়ানো ও আর্থ-সামাজিক উন্নয়নে ডিজিটাল মিডিয়া ফোরাম গঠিত হয়েছে। ফোরামের উপদেষ্টা হিসেবে থেকে পরামর্শ দিচ্ছেন বিভিন্ন মিডিয়ার সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় কমিটি ঘোষণা ডিজিটাল ফোরামের মিডিয়া
    Related Posts
    Rajshahi

    ডিসি-এসপিরা চিপায় পড়ে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন: হাসনাত

    July 7, 2025
    Gas

    সোমবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

    July 6, 2025
    Sheikh Hasina

    শেখ হাসিনা কি লন্ডন যাচ্ছেন?

    July 6, 2025
    সর্বশেষ খবর
    সুস্বাস্থ্য বজায় রাখার ৫টি টিপস

    সুস্বাস্থ্য বজায় রাখার ৫টি টিপস: আজীবন সুস্থ থাকুন!

    আপনার জন্য সেরা ছোট ব্যবসার আইডিয়া

    আপনার জন্য সেরা ছোট ব্যবসার আইডিয়া

    শীতকালে সুস্থ থাকার উপায়

    শীতকালে সুস্থ থাকার উপায়: জরুরী পরামর্শ

    Motorola Moto G84 5G

    Motorola Moto G84 5G বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ

    বাচ্চাদের নৈতিক শিক্ষা

    বাচ্চাদের নৈতিক শিক্ষা:জরুরি কেন জানেন?

    Honor 200 Pro

    Honor 200 Pro বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ

    কম খরচে প্রযুক্তি ব্যবহার

    কম খরচে প্রযুক্তি ব্যবহার: দৈনন্দিন জীবনে সাশ্রয়ী উপায়

    ইংরেজি শেখার সেরা মোবাইল অ্যাপস:সহজ শেখার গাইড

    শিক্ষকের প্রতি শ্রদ্ধা কেন জরুরি

    শিক্ষকের প্রতি শ্রদ্ধা কেন জরুরি? জানুন কারণগুলি

    প্রাকৃতিক উপায়ে দাঁত সাদা করা

    প্রাকৃতিক উপায়ে দাঁত সাদা করা: সহজ ঘরোয়া পদ্ধতি

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.