একের পর এক স্মার্ট এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী এআই মডেল বাজারে আনছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এই ধারার সর্বশেষ সংযোজন হলো জেড ডট এআই (পূর্ব নাম ঝিপু) স্টার্টআপের নতুন মডেল জেএলএম–৪.৫। কার্যকারিতা ও খরচের দিক থেকে এটি ডিপসিকের মডেলকেও ছাড়িয়ে যেতে পারে বলে দাবি করছে কোম্পানিটি।
সোমবার (২৮ জুলাই) জেড ডট এআই জানিয়েছে, তাদের নতুন মডেল জেএলএম–৪.৫ ব্যবহার করতে ডিপসিকের চেয়েও কম খরচ হবে। আর এই মডেলটি ‘এজেন্টিক এআই’ ভিত্তিতে তৈরি। অর্থাৎ মডেলটি কোনো কাজ পেলে তা নিজেই ছোট ছোট কাজে ভাগ করে নিয়ে আরও নির্ভুলভাবে নির্দেশ সম্পন্ন করতে পারে।
আরও চমকপ্রদ তথ্য হলো—এই মডেলটি ওপেন সোর্স, অর্থাৎ ডেভেলপাররা এটি বিনা মূল্যে ডাউনলোড ও ব্যবহার করতে পারবেন।
জেড ডট এআইয়ের প্রধান নির্বাহী ঝাং পেং জানিয়েছেন, জেএলএম–৪.৫ মডেল ডিপসিকের মডেলের অর্ধেক আকারের এবং এটি চালাতে মাত্র ৮টি এনভিডিয়ার এইচ ২০ চিপ প্রয়োজন হয়। উল্লেখ্য, এই এইচ ২০ চিপগুলো চীন বাজারের জন্য বিশেষভাবে তৈরি করেছে এনভিডিয়া। কারণ যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে চলা যায় কোম্পানিটি।
সম্প্রতি এনভিডিয়া জানিয়েছে, তিন মাস বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের অনুমতির ভিত্তিতে তারা আবারও চীনে এই চিপ বিক্রি শুরু করতে পারবে। তবে ঠিক কবে থেকে সরবরাহ শুরু হবে, তা এখনো পরিষ্কার নয়।
ঝাং আরও জানান, জেড ডট এআই বর্তমানে যে কম্পিউটিং শক্তি ব্যবহার করছে, তাতে নতুন করে চিপ কেনার প্রয়োজন নেই। তবে মডেলটি প্রশিক্ষণে কত খরচ হয়েছে, সেই তথ্য তিনি জানাননি। পরে বিস্তারিত জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন।
২০১৯ সালে যাত্রা শুরু করা জেড ডট এআই বর্তমানে চীনের শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
পিচবুক-এর তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন পেয়েছে, যার মধ্যে রয়েছে আলিবাবা, টেনসেন্ট, কোয়িমিয়ং ভেনচার পার্টনার্সের এর মতো বড় বিনিয়োগকারীরা।
https://inews.zoombangla.com/english-accent-improvement-apner-konthossorke-da/
গত কয়েক সপ্তাহে আরও কিছু চীনা কোম্পানি নতুন ওপেন সোর্স এআই মডেল ঘোষণা করেছে।
শাংহাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এআই কনফারেন্সে টেনসেন্ট তাদের হুনইউয়ান ওয়ার্ল্ড–১.০ মডেল উন্মোচন করে। গেম নির্মাণের জন্য ত্রিমাত্রিক দৃশ্য তৈরি করতে পারে এই মডেল।
অন্যদিকে, আলিবাবা গত সপ্তাহে ঘোষণা করেছে তাদের কিউওয়েন থ্রি-কোডার। মডেল, যা কোড লেখার কাজে ব্যবহৃত হবে।
তথ্যসূত্র: সিএনবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।