Advertisement
জুমবাংলা ডেস্ক : আগামী ১ জুন থেকে ৫ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়েছে, দেশের কিছু এলাকায় কঠোর লকডাউন কার্যকর থাকায় এসব পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
এর আগে গত ৩১ মার্চ থেকে এসব পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পৌরসভা নির্বাচনের কারণে এ পরীক্ষার তারিখ পরিবর্তন করে ১ জুন থেকে নির্ধারণ করা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।