নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে চাঁদাবাজিকালে তিন ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুর জেলার বিরল থানার মোখলেছপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ফারুক হোসেন(৫৫), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার সারাতৈল গ্রামের মৃত আছের আলীর ছেলে আলাউদ্দিন(৪৪) ও নড়াইল জেলার লোহাগড়া থানার চাপুলিয়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে রুবেল হোসেন(৩৪)।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য।
তারা ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন করে স্থানীয়দের থেকে চাঁদাবজি করত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১ এর সহকারী পরিচালক মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ডিবি পুলিশ লেখা দুটি জ্যাকেট, একটি খেলনা ওয়াকিটকি সেট, একটি নোটবুক, তিনটি মোবাইল ফোন, দুটি হাত ঘড়ি, একটি ড্রাইভিং লাইসেন্স এবং নগদ দুই হাজার দুইশত টাকা উদ্ধার করা হয়।
বঙ্গবন্ধু সাফারি পার্কে দর্শনার্থীদের আনন্দ দিচ্ছে সারস পাখি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।