জুমবাংলা ডেস্ক : ঢাকার আশুলিয়ায় ডিবি পরিচয়ে দুই ব্যবসায়ীকে তুলে নিয়ে প্রায় ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১২টার দিকে আশুলিয়ার গণকবাড়ী ইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার মো. মোশারফ হোসেন ও মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হেলাল উদ্দিন। মোশারফ রাজধানীর লালবাগ এলাকায় থেকে পুরোনো প্লাস্টিকের ব্যবসা করেন। অন্যদিকে হেলাল আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকায় ভাড়া বাসায় থাকেন।