জুমবাংলা ডেস্ক : সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বর্তমানে তিনি গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন।
সাবেক এই মন্ত্রীকে আজ আদালতে তুলে দশ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন ঢাকার আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া।
র্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল থানাধীন ইস্কাটন এলাকায় অভিযান চালিয়ে শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, পরবর্তী আইনি ব্যবস্থার জন্য ফরহাদ হোসেনকে রাতেই আদাবর থানায় হস্তান্তর করা হয়।
গত পাঁচই অগাস্ট গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে ‘আত্মগোপনে’ থাকা সাবেক মন্ত্রী মি. হোসেনকে শনিবার রাতে ঢাকার ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করে র্যাব।
পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
গত ২২ অগাস্ট ঢাকার আদাবর থানায় মামলাটি করা হয়েছিল। সে কারণে শনিবার রাতেই সাবেক এই মন্ত্রীকে আদাবর থানায় হস্তান্তর করে র্যাব।
এরপর তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে পাঠানো হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া।
যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, ওই একই মামলায় আসামি তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান।
এছাড়াও তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় আরও দুটি মামলা রয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকে এ নিয়ে আওয়ামী লীগ সরকারের ২৫ জন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং জ্বালানি, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।