স্পোর্টস ডেস্ক: ভালোবাসার মানুষ তামিমা সুলতানাকে ঘরে তুলে দিয়েছেন ক্রিকেটার নাসির হোসেন। এবার ভালোবাসা দিবসে নাসিরের সবচেয়ে বড় উপহার শামিমাকে আপন করে পাওয়া। ভালোবাসা দিবসে নাসিরের জীবনের দুই উৎসবের ঢামাঢোলের মধ্যেই বিস্ফোরক অভিযোগ করে বসলেন তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। নাসিরপত্নীর বিরুদ্ধে রাকিবের অভিযোগ, তিনি বিয়েবিচ্ছেদ না করেই নাসিরকে বিয়ে করেছেন।
রাকিবের এই অভিযোগ নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে আলোচনা-সমালোচনায় মেতেছেন নেটিজনরা। তবে বিষয়টি পাত্তাই দেননি অলরাউন্ডার নাসির হোসেন। বিবাহোত্তর সংবর্ধনা সেরেছেন জমকালোভাবে।
শনিবার রাতে রাজধানীর গুলশানের একটি বিলাসবহুল হোটেলে নিজের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নাসির। অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। ছিলেন নাসিরের শুভানুধ্যায়ীরা।
রাকিবের অভিযোগ নাসির-শামীমার আনুষ্ঠানিকতায় কোনো ছেদ ফেলতে পারেনি। অনুষ্ঠানে দুজন ছিলেন প্রাণবন্ত। নাসিরের পরনে ছিল সাদা স্যুট, সঙ্গে কালো বো টাই। আর স্ত্রী তামিমা সেজেছিলেন লেহেঙ্গার সাজে।
বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিরের সতীর্থ পেসার শফিউল ইসলাম। নবদম্পতিকে জানাতে এসেছিলেন শুভাশিসও। ছিলেন ক্রিকেট সংশ্লিষ্ট আরও কয়েকজন।