জুমবাংলা ডেস্ক : রমজান উপলক্ষে রাজধানীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রমের আজ মঙ্গলবার ছিল ষষ্ঠ দিন। এ দিন ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা কমিয়ে ১১০ টাকা করা হয়েছে। একই সঙ্গে ড্রেসড ব্রয়লার মুরগির দামও কমে হয়েছে প্রতি কেজি ৩০০ টাকা।
ক্রেতারা বলছেন, বাজারে মাংস, দুধ, ডিমের যে দাম, সে তুলনায় এখানে অনেকটা কম। ফলে সামর্থ্যের মধ্যে এসব পণ্য কেনা সম্ভব হচ্ছে। তবে মুরগির দাম আরও কমানো উচিত। কারণ, বাজারে জ্যান্ত মুরগির দাম কমতে শুরু করেছে।
ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন ও পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সহায়তায় রাজধানীর ২০টি স্থানে ফ্রিজিং ভ্যানে দুধ, ডিম ও মাংস বিক্রি করছে প্রাণিসম্পদ অধিদপ্তর। শুরুর দিকে এ কার্যক্রমে প্রতি কেজি গরুর মাংস ৬৪০ টাকা, খাসি ৯৪০, ড্রেসড ব্রয়লার মুরগি ৩৪০, দুধ প্রতি লিটার ৮০ এবং ডিমের ডজন ১২০ টাকায় বিক্রি হচ্ছিল। মঙ্গলবার কমানো হয়েছে ডিম ও মুরগির দাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।