বিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের গুঞ্জনের মধ্যে আরেক খবর ছড়িয়ে পড়েছে। রণবীর ও আলিয়াও বিয়ে করতে যাচ্ছেন। ডিসেম্বরে শীতের মধ্যেই এই দুজনের চার হাত নাকি এক হতে চলেছে। খবরটির সত্য-মিথ্যা নিশ্চিত হওয়া যায়নি।
বলিউডজুড়েই আলিয়া রণবীরের প্রেম বেশ আলোচিত বিষয়। তারা জুটিবদ্ধ হওয়ার পর থেকে প্রেমের গুঞ্জন চলছে। দুজনকে সিনেমাপাড়ার বাইরে একসঙ্গে প্রায়ই সময় কাটাতে দেখা যায়। এ কারণে তাদের সম্পর্কের গভীরতা নিতে গুঞ্জন আরও দৃঢ় হয়েছে।
এই বলিউড কাপল প্রেমের বিষয় একদম সরাসরি স্বীকার না করলেও আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন সম্পর্কের গভীরতা। আবার একে-অপরের জন্মদিনে বিশেষ ছবির মাধ্যমে শুভেচ্ছা জানানো, পারিবারিক মুহূর্তগুলো ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমেও তারা আভাস দিয়েছেন, ভালোবাসাটা কেবল দুজনের মধ্যে সীমাবদ্ধ নেই। দুটি পরিবারেই মিশে গেছে।
ভারতের জনপ্রিয় ওয়েবসাইট ডিএনএর খবর, রণবীর-আলিয়ার বিয়ের গুঞ্জনটা এবার আরও দৃঢ় হয়েছে। গত বছরই তাদের বিয়ে করার কথা ছিল। তবে করোনার কারণে সেটি হয়নি। এ ছাড়া রণবীরের বাবাও মারা গেছেন গেল বছর। তাই এবারের শীতকেই বেছে নিয়েছেন এ যুগল।
এ বিষয়ে সম্প্রতি আলিয়ার মা সনি রাজদানকে প্রশ্ন করা হয়েছিল। এ বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, কবে আলিয়ার বিয়েটা হবে সেটি আমি নিশ্চিত নই। আইও তার বিয়ের দিনক্ষণের অপেক্ষায় আছি।
তবু ভক্তদের এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেবেন কিনা এমন প্রশ্নে আলিয়ার মা বলেন, এখনও অনেক সময় বাকি আছে। ভবিষ্যতে হবে। কখন বিয়েটা হবে তা আমি বলতে পারব না।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, আলিয়া ও রণবীর দুজনেই নাকি তাদের নতুন ছবির শুটিং পিছিয়ে দিয়েছেন। প্রযোজক ও পরিচালককে অনুরোধ করে ছবির শুটিং ডিসেম্বরের জায়গায় পরের বছর জানুয়ারিতে নিয়েছেন তারা। এ থেকেই অনেকে ধারণা করছেন ডিসেম্বরে বিয়ে করতে যাচ্ছেন রণবীর ও আলিয়া।
গত বছর এক সাক্ষাৎকারে চলচ্চিত্র সমালোচক রাজীব মসন্দকে রণবীর জানিয়েছিলেন, করোনার প্রকোপ না থাকলে গত বছরেই বিয়েটা সেরে ফেলতেন তিনি। ২০২০ সালেই বাবা ঋষি কাপুরকেও হারিয়েছেন রণবীর। কঠিন সময়ে প্রেমিকের পাশে থেকেছেন আলিয়া। সেই সাক্ষাৎকারেই রণবীর ইঙ্গিত দিয়েছিলেন নতুন বছরে বিয়ে সেরে ফেলার পরিকল্পনা রয়েছে তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।