জুমবাংলা ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে ইয়াছিন (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার (০৪ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের নতুন বাজার তাহজিবুল উম্মাহ ইসলামিক ইনস্টিটিউট মাদ্রাসার শিক্ষক ওমর ফারুকের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। রাতে সামাজিক যোগাযোযোগ মাধ্যমে ওই ছাত্রকে নির্যাতনের ছবিটি ভাইরাল হয়ে যায়।
এর আগে, বিকেলে ওই মাদ্রাসার শিক্ষক ওমর ফারুক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ইয়াছিনকে বেদম প্রহার করে। এঘটনায় রাতেই নির্যাতনের শিকার ছাত্রটির মা রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।