মার্ভেল ভক্তদের জন্য এক দুঃসংবাদ। বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায় দেখা যাবে না সবুজ দৈত্য হাল্ককে। হাল্ক চরিত্রে ২০১২ সালের ‘দ্য অ্যাভেঞ্জার্স’ থেকে অভিনয় করে আসা ৫৮ বছর বয়সী অভিনেতা মার্ক রাফেলো নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ফিমেল ফার্স্টের।

২০২২ সালে ডিজনি প্লাস সিরিজ ‘শি হাল্ক: অ্যাটর্নি অ্যাট ল’-এ সর্বশেষ হাল্ক হিসেবে দেখা গিয়েছিল রাফালোকে। তবে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ইতিহাসে সবচেয়ে বড় ইনসেমবেল কাস্ট নিয়ে নির্মিত হতে যাওয়া ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এ তার উপস্থিতি থাকছে না।
এ বিষয়ে ‘এম্পায়ার ম্যাগাজিন’কে দেওয়া সাক্ষাৎকারে রাফেলো বলেন, যতদিন হাল্ককে নিয়ে নতুন ও দারুণ কিছু করার সুযোগ থাকবে, ততদিন আমি ফিরতে আগ্রহী। এই চরিত্র আমাকে অনেক কিছু দিয়েছে। সত্যি বলতে, দ্য অ্যাভেঞ্জার্স না থাকলে হয়তো আমি ‘ক্রাইম ১০১’-এর মতো ছবিতে কাজ করার সুযোগই পেতাম না।
উল্লেখ্য, রাফালো বর্তমানে তার আরেক মার্ভেল সহ-অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ-এর সঙ্গে অভিনয় করছেন আসন্ন থ্রিলার ‘ক্রাইম ১০১’ সিনেমায়।
যদিও ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এ হাল্ক থাকছেন না, তবে চরিত্রটি আবার দেখা যাবে টম হল্যান্ড অভিনীত নতুন সিনেমা ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এ। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের জুলাই মাসে। এতে আরও অভিনয় করছেন জেনডায়া (এমজে), জন বার্নথাল (দ্য পানিশার), জ্যাকব বাতালন (নেড লিডস) এবং স্যাডি সিঙ্ক।
এদিকে আরেক মার্ভেল তারকা ক্রিস প্র্যাট জানিয়েছেন, তিনি আবারও স্টার-লর্ড চরিত্রে ফিরতে আগ্রহী। ‘গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি’ ভলিউম ৩-এর শেষ দৃশ্যে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে চান বলেই জানান তিনি।
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায় অভিনয় করছেন- ক্রিস হেমসওয়ার্থ (থর), টম হিডলস্টন (লোকি), পল রাড (অ্যান্ট-ম্যান), অ্যান্থনি ম্যাকি (ক্যাপ্টেন আমেরিকা), ফ্লোরেন্স পিউ, সেবাস্টিয়ান স্ট্যান, ডেভিড হারবার, লুইস পুলম্যানসহ আরও অনেকে।
এছাড়া ‘ফ্যান্টাস্টিক ফোর’ ও একাধিক ‘এক্স-মেন’ চরিত্রও থাকছে সিনেমাটিতে। সবচেয়ে বড় চমক- রবার্ট ডাউনি জুনিয়র ফিরছেন, তবে এবার ‘ডক্টর ডুম’ চরিত্রে।
আরও পড়ুনঃ
রুসো ব্রাদার্স পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তি পাবে ২০২৬ সালের ১৮ ডিসেম্বরে। সিনেমাটি মূলত অ্যাভেঞ্জার্স, নিউ অ্যাভেঞ্জার্স, এক্স-মেন ও ফ্যান্টাস্টিক ফোরের সম্মিলিত লড়াই দেখাবে, যেখানে তারা মাল্টিভার্স ধ্বংসের হাত থেকে বিশ্বকে বাঁচাতে মরিয়া হয়ে উঠবে।
তবে এত কিছুর মাঝেও ভক্তদের চোখে সবচেয়ে বড় আক্ষেপ- ডুমসডে সিনেমায় থাকছেন না হাল্ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


