জুমবাংলা ডেস্ক: ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২ জন রোগী ভর্তি হয়েছে । এর মধ্যে গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ২ জন এবং অন্যান্য বিভাগে নতুন ডেঙ্গুরোগী ভর্তির খবর নেই।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৪৮ জন।
ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী ২৮ জন। অন্যান্য বিভাগে ভর্তি রোগীর সংখ্যা ২০জন।
গত ১ জানুয়ারি থেকে আজ ৮ জানুয়ারি পর্যন্ত মোট ভর্তি রোগী ৬৪ জন। একই সময়ে মোট ছাড়প্রাপ্ত রোগী ১৬ জন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।