Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ডেঙ্গু রোগী ভর্তিতে নতুন রেকর্ড, ২৪ ঘন্টায় দুই হাজার ৬৫ জন রোগী
জাতীয়

ডেঙ্গু রোগী ভর্তিতে নতুন রেকর্ড, ২৪ ঘন্টায় দুই হাজার ৬৫ জন রোগী

Shamim RezaAugust 5, 2019Updated:August 6, 20193 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তিতে নতুন রেকর্ড হয়েছে৷ সোমবার ২৪ ঘন্টায় দুই হাজার ৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা একদিনে এ পর্যন্ত সর্বোচ্চ৷ বর্তমান পরিস্থিতিতে প্রতি ঘন্টায় ৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন৷

এ অবস্থায় ডেঙ্গু পরীক্ষার কিট-এর সংকটও দেখা দিয়েছে৷ শুধু তাই নয়, মশা মারার ও’ষুধ কবে আসবে তা কেউ বলতে পারছেন না৷ ডেঙ্গু চিকিৎসা ও ব্যবস্থাপনায় চরম সমণ্বয়হীনতা স্পষ্ট৷ ফলে কে কী করছেন, তা কেন্দ্রীয়ভাবে জানার কোনো সুযোগ নেই৷ যে যার মতো করে ডেঙ্গু প্রতিরোধে কাজ করছেন৷

এডিস মশা মারার জন্য হাইকোর্টের নির্দেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দু’টি ও’ষুধের নমুনা সোমবার ঢাকায় আনতে পেরেছে৷ ওই দু’টি নমুনা ভারত থেকে আনা হয়েছে৷ তবে কোন ব্র্যান্ডের ও’ষুধ, তা জানানো হয়নি৷ এই ও’ষুধের কার্যকারিতা পরীক্ষা করে সফল হলে আমদানির সিদ্ধান্ত নেয়া হবে৷ এটা অনেক সময়সাপেক্ষ৷ গত শুক্রবার আরেকটি ভারতীয় মশা মারার ও’ষুধ পরীক্ষা করে দেখা গেছে তাতে মশা মরে না৷

ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম দু’দিন আগে চীন থেকে মশা মারার ও’ষুধ আনার ঘোষণা দিলেও তার কোনো প্রক্রিয়া এখনো শুরু হয়নি৷ ফলে, আগে আনা ভারতীয় ও’ষুধেই মশা মারার কাজ চলছে৷ এদিকে ডেঙ্গু হয়েছে কিনা তা টেস্ট করার কিটের সংকট শুরু হয়েছে৷ ঢাকার বাইরে জেলা পর্যায়ে এই সংকট চরমে৷ কিটের অভাবে অনেককেই ফিরিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে৷ আর এই সুযোগে দাম বাড়িয়ে দেয়া হয়েছে৷ এই সংকট প্রধানত ডেঙ্গু নির্ণয়ের এনএস-১ কিট নিয়ে৷ স্যালাইনের সংকটও আছে কম-বেশি৷

তবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘কিটের স্বল্পতা আছে, তবে সংকট নেই৷ এখন প্রতিদিন দুই লাখের মতো কিট আমদানি হচ্ছে৷ ঢাকার বাইরে জেলা শহরেও ডিস্ট্রিবিউটররা কিট পাঠাচ্ছেন৷ আর আগামীকাল (মঙ্গলবার) আমরা দেশেই কিট উৎপাদন শুরু করছি৷ প্রথম পর্যায়ে দিনে ৪০ হাজার কিট উৎপাদন করা হবে৷ তিন ধরনের কিটই উৎপাদন হবে৷”

তিনি দাবি করেন, ‘‘আসলে আতঙ্কের কারণে সবাই এখন টেস্ট করাতে ছুটছেন, এই কারণেই কিটের স্বল্পতা৷”

তবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া ডয়চে ভেলেকে বলেন, ‘‘এখনো টেস্ট কিটের সংকট আছে৷ আমার হাসপাতালেও স্বল্পতা আছে৷ প্রতিদিনের কিট আমাকে প্রতিদিন সংগ্রহ করতে হয়৷ নুন আনতে পান্তা ফুরায়৷”

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃ’তের সংখ্যা ১৮ বলছে৷ কিন্তু বেসরকারি হিসেবে এই সংখ্যা ৮৫৷ আর গত ২৪ ঘন্টায় মা’রা গেছেন ৬ জন৷ স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব, জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগী ২৭ হাজার ৪৩৭ জন৷ এর মধ্যে ঢাকার বাইরে ছয় হাজার ৬৪৬ জন৷ সর্বশেষ ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন দুই হাজার ৬৫ জন, যা এপর্যন্ত একদিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সর্বোচ্চ রেকর্ড৷ আগের দিন রবিবার ভর্তি হয়েছেন এক হাজার ৮৭৪ জন৷ আর আগস্ট মাসের এই পাঁচদিনে ভর্তি হয়েছেন নয় হাজার ৬০০ জন৷ প্রতি ঘন্টায় এখন ৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন৷

ডাঃ উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘‘এই পরিস্থিতিতে আমরা নানা ধরনের সমন্বয়হীনতা দেখছি৷ বিশেষ করে এডিস মশা নিধন নিয়ে সমন্বয়হীনতা চরমে৷ ও’ষুধের ক্ষেত্রেও এটা হয়েছে৷ আমি মনে করি, এবারের ডেঙ্গু এটা জাতীয় সংকট৷ তাই এটা সম্মিলিতভাবে জাতীয় পর্যায়ে মোকাবেলা করা উচিত৷ একটি জাতীয় কমিটি করা প্রয়োজন৷ সেখানে দল-মত নির্বিশেষে সব ধরনের বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিদের থাকা উচিত৷ তাঁরা চিকিৎসা, ব্যবস্থাপনা, ও’ষুধ, এডিস মশা, পরিস্কার পরিচ্ছন্নতা সব বিষয়ে পরামর্শ দেবেন৷ সেই অনুযায়ী কাজ হবে৷ আগামীর প্রস্তুতি নিতে হবে৷ কলকাতা এটা করে সফল হয়েছে৷”

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ ডয়চে ভেলেকে বলেন, ‘‘সব মিলিয়ে সমন্বয়হীনতা আছে৷ মশা মারতে হবে৷ ও’ষুধ লাগবে৷ চিকিৎসা লাগবে৷ অনেক কিছুই অনেকে বুঝতে পারেননি৷ ফলে অনেক কিছু হচ্ছে বিচ্ছিন্নভাবে৷ কিন্তু এখন একটি জাতীয় পর্যায়ে সমন্বয় কমিটি গঠন করা প্রয়োজন৷ এটা শুধু এখন নয়, আগামীর জন্যও প্রয়োজন৷ না হলে সংকট ঠোকানো যাবে না৷” তিনি আরো বলেন, ‘‘সমন্বয়হীনতার কারণে অনেক অপচয়ও হয়। সূত্র: ডয়চে ভেলে

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Related Posts
কাউকে ভয় পাবে না

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান

December 14, 2025
অবৈধ অস্ত্র রয়েছে

আ.লীগের হাতে অনেক অবৈধ অস্ত্র রয়েছে: খোকন

December 14, 2025
শনাক্ত করা হয়েছে

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

December 14, 2025
Latest News
কাউকে ভয় পাবে না

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান

অবৈধ অস্ত্র রয়েছে

আ.লীগের হাতে অনেক অবৈধ অস্ত্র রয়েছে: খোকন

শনাক্ত করা হয়েছে

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

অভিযোগ গঠন

গুম-নির্যাতন মামলায় হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

রহস্যজনক লেনদেন

আততায়ী ফয়সালের ব্যাংক হিসাবে রহস্যজনক লেনদেন

উপড়ে ফেলা হবে

হাদির হামলাকারীর শেঁকড় যতই শক্তিশালী হোক, তা উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

ককটেল বিস্ফোরণ

রাজধানীর দুই এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ

বিদ্যুৎ থাকবে না

আজ টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

দেশ ধ্বংস হয়ে যাবে

ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

আইনসংগত অভিবাসন প্রক্রিয়া

বিদেশগামীদের জন্য জরুরি সতর্কবার্তা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.