বিনোদন ডেস্ক : বলিউডে সুশান্ত সিং রাজপুতের আত্মহনন কেউ মেনে নিতে পারছেন না। তার ক্যারিয়ারের নানা খবর বের হয়ে আসছে। ভারতের ছোট পর্দা কিংবা বলিউড ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পাওয়ার আগে একটি ড্যান্স গ্রুপের সদস্য ছিলেন সুশান্ত। দলটির নাম শমক ডাভর ড্যান্স ট্রপ। সেই দলের হয়ে ২০০৬ সালে মেলবোর্ন কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে নেচেছিলেন। সেখানে বলিউড তারকা ঐশ্বরিয়া রায়ের ব্যাকগ্রাউন্ড ড্যান্সার ছিলেন তিনি। এছাড়া ২০১০ সালে দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের এক অনুষ্ঠানে ঐশ্বরিয়ার পেছনে নেচেছেন সুশান্ত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার আগে একটি ড্যান্সগ্রুপের সদস্য হিসেবে কাজ করেছেন সুশান্ত। তার প্রয়ানের পর ওই গ্রুপের বেশ কয়েকজন সদস্য স্মৃতিচারণ করেছেন।
‘ধুম এগেইন’ গানেও ঐশ্বরিয়া ও হৃতিক রোশনের ব্যাকগ্রাউন্ড ড্যান্সার ছিলেন সুশান্ত। ড্যান্স রিয়েলিটি শো জারা নাচকে দিখা এবং ঝলক দিখলা জা-তে অংশ নিয়েছিলেন সুশান্ত। সেখানে ধুম এগেইন গান সম্পর্কে বলেছিলেন, আমাকে বলা হয়েছিল ঐশ্বরিয়া রায়কে তুলতে হবে। যখনই সেই মুহূর্ত এল আমি ওকে তুলে ধরলাম। কিন্তু নামাতে ভুলে গেলাম। আমি প্রায় এক মিনিট তাকে তুলে ধরে রেখেছিলাম। বেশ বিস্ময় প্রকাশ করেছিলেন ঐশ্বরিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।