
এমনই এক ঘটনা ঘটেছে পোল্যান্ডে। জানা গেছে, ৫০ বছর বয়সী এক ব্যক্তি দেশটির পিওত্রকৌও ট্রাইবুনালস্কির বাসিন্দা। তার নাম জানা না গেলেও একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই ব্যক্তি গত ১৭ বছর ধরে ড্রাইভিং লাইসেন্স পেতে পরীক্ষা দিয়ে চলেছেন। কিন্তু ১৯২ বার বসেও ওই পরীক্ষায় পাস করতে পারেননি তিনি। তারপরও তিনি হাল ছাড়েনি। এখনও পর্যন্ত এ পরীক্ষা দিতে তার খরচ হয়েছে ৬ হাজার জ্লোটি, বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় ১ লাখ ৩২ হাজার টাকা। অবশ্য ওই প্রদেশেরই আরও এক ব্যক্তি প্রায় ৪০ বার একই পরীক্ষায় বসেও পাস করতে পারেননি।
পোল্যান্ডে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দুটি ভাগে বিভক্ত। প্রথমে থিওরি পরীক্ষা এবং পরবর্তীতে প্র্যাকটিক্যাল পরীক্ষা। থিওরি পরীক্ষা ৫০-৬০ শতাংশ মানুষ পাশ করলেও, প্র্যাকটিক্যাল পাস করেন মাত্র ৪০ শতাংশ। আর পাস করতেও অন্তত দু-তিনবার পর পরীক্ষায় বসতে হয় অনেককেই। ব্রিটেনেও ড্রাইভিং পাস করতে হলে একইভাবে পরীক্ষা দিতে হয়। সেদেশেও এক ব্যক্তি ১৫৭ বার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় বসেও পাস করতে পারেননি। তবে তিনি ১৫৮ তম বার পরীক্ষায় বসে পাস করেছিলেন। অন্য এক নারীও ১১৭ বার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় বসে পাস করতে পারেননি। সূত্র: টাইমস নাউ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



