আগামীকাল থেকে ঢাকায় শুরু হচ্ছে ইরানি চলচ্চিত্র উৎসব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে তিন দিনব্যাপী এই উৎসব চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। সকাল ১১টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রেজাউল করিম।
বিশেষ অতিথি বাংলাদেশের ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভোশি এবং ঢাকার ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মির মুহাম্মদী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান ড. শাহ মোহাম্মদ নিস্তার খান কবিরের সভাপতিত্বে এই আয়োজনে আরও উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সাবিনা শারমিন এবং চলচ্চিত্রবিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সদস্য ও চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ ঋতি।
উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে ইবরাহিম হাতামি কিয়া পরিচালিত ‘বডিগার্ড’। উৎসবের অন্যান্য দিনে থাকছে ইরানের প্রখ্যাত নির্মাতা মাজিদ মাজিদির ‘চিলড্রেন অব হ্যাভেন’, ‘দ্য সংস অব স্প্যারো’, ‘দ্য কালার অব প্যারাডাইস’, আব্বাস কিয়ারোস্তামির ‘টেস্ট অব চেরি’ এবং সাইফুল্লাহ দাদ পরিচালিত ‘দ্য সারভাইভার’ দেখানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।