বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

ইতোমধ্যে তারা দুজন জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে নিজ দেশের পক্ষে শোকা বার্তা পৌঁছে দিয়েছেন।
এদিকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে তারা সংক্ষিপ্ত বৈঠক করেন বলেও জানা গেছে।
সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, জাতীয় পরিষদের স্পিকার এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী একে অপরের সঙ্গে হাত মেলান এবং শুভেচ্ছা বিনিময় করেন।
এই সাক্ষাৎ এ বছরের মে মাসে দুই দেশের যুদ্ধের পর কোনো রাষ্ট্রীয় প্রতিনিধির প্রথম সাক্ষাৎ। কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ সেই যুদ্ধে জড়িয়ে পড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


