জুমবাংলা ডেস্ক: রাজধানীর ক্রীড়ামোদীদের অপেক্ষার পালা ঘুচিয়ে ঢাকায় শোরুম খুলতে যাচ্ছে নাইকি ও অ্যাডিডাস। বিশ্বের শীর্ষস্থানীয় ক্রীড়া সামগ্রীর ব্র্যান্ড যুক্তরাষ্ট্রের নাইকি ও জার্মানির অ্যাডিডাস দু-মাসের মধ্যেই রাজধানীতে তাদের শোরুম খুলবে।
নাইকি ও অ্যাডিডাসের এ উদ্যোগে সহযোগিতা করছে দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল) গ্রুপ।
এ বিষয়ে ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম ফিরোজ বলেন, ‘নাইকি ও অ্যাডিডাসের সঙ্গে আমাদের কনট্রাক্ট সাইন হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে অ্যাডিডাসের শোরুম গুলশানে চালু হবে। আর নভেম্বরে নাইকির শোরুম চালু করা সম্ভব হবে। ক্রেতাদের কেমন সাড়া পাওয়া যায়, তার ওপর নির্ভর করবে পরবর্তী সময়ে শোরুমের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে।’
প্রতিবেশী ভারতে ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের অরিগনে প্রতিষ্ঠা হওয়া নাইকির ১২৫টি আউটলেট রয়েছে। এর মধ্যে কলকাতায় নাইকি ও অ্যাডিডাসের বেশ কয়েকটি বিপণি রয়েছে।
বিশ্বের নামকরা দুটি ক্রীড়া কোম্পানির শোরুম ঢাকায় খোলার বিষয়টিকে এখানকার উচ্চ মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণির ক্রেতারা ইতিবাচকভাবে দেখছেন বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।