স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী এখন ঢাকায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক এই প্রধান বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন।
দুই দিনের বাংলাদেশ সফরে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে এসেছেন তার স্ত্রী ডোনা গাঙ্গুলীও। বিমানবন্দরে ভারতের সাবেক এ অধিনায়ক ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলীকে উষ্ণ সংবর্ধনায় বরণ করে নেওয়া হয়। অভ্যর্থনা জানান বিসিবির কর্মকর্তা ওয়াসিম খান।
ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপের উদ্বোধন করার জন্যই ঢাকায় এসেছেন সৌরভ গাঙ্গুলী। আগামী মার্চে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়রা অংশ নেবেন ক্রিকেট, ফুটবল ও ভলিবলে।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র কাপের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাদা করে আলাপের সুযোগ হয়নি সৌরভের, তবে তার আগে বাংলাদেশ নিয়ে স্মৃতিচারণ করেছেন তিনি। ২০১৪ সালের পর বিভিন্ন কাজের ব্যস্ততায় ঢাকায় আসা হয়নি সৌরভের। বলা যায় ৯ বছর পর ঢাকায় এসেছেন তিনি।
বাংলাদেশে আসার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ আমাকে এত বেশি ভালোবাসে, তাতে আমি বরাবরই মুগ্ধ হই, বিমোহিত হই। আমি যতবার এখানে আসি, বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি বুঝতেই পারি না, আমি ভারতে আছি নাকি বাংলাদেশে আছি। আমাকে এত ভালোবাসা, এত নিজের মনে করার জন্য আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।