জুমবাংলা ডেস্ক : ১৭২ বছর পর এমন সূর্যগ্রহণের দৃশ্য দেখার সুযোগ বিশ্ববাসী পাচ্ছে। আর এই দৃশ্য দেখার বাড়তি আগ্রহ প্রায় সবার মধ্যেই হচ্ছে।

আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া অধিদপ্তর বলছে, বলয়গ্রাস সূর্যগ্রহণ আংশিক দেখা যাচ্ছে।
কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়েছে সকাল ৯টা ৩৬ মিনিটে। এ সময় থেকে চাঁদ সূর্যের সামনে এসে ধীরে ধীরে ঢেকে ফেলতে শুরু করেছে।
তবে এই দৃশ্যটি আপনি দেখতে চাইলে সেটি দেখা ভালো নাকি খারাপ সেটাও জানা জরুরি। তবে শাস্ত্র মতে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের এ দৃশ্যটা দেখা অমঙ্গল। আর কয়েকটি রাশির এ দৃশ্য দেখা মঙ্গলজনক।
শাস্ত্র মতে, এ গ্রহণ যদি তুলা, কর্কট, সিংহ, বৃশ্চিক ও কুম্ভ রাশি দেখে তবে তা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। সেক্ষেত্রে আগামী বছর ভালো কাটবে তাদের। নানা বাধাবিঘ্নও কেটে যাওয়ার আশা প্রবল। তবে সিংহ রাশির জাতক, জাতিকারা নক্ষত্রে গ্রহণ দেখবেন না।
অন্যদিকে তুলা, কর্কট, সিংহ, বৃশ্চিক ও কুম্ভ রাশি ছাড়া অন্য যেকোনও রাশির জন্য অশুভ হতে চলেছে সূর্যগ্রহণ। তাই অন্য রাশির জাতক জাতিকারা সাবধান। দেখতেই পারেন অন্য রাশির জাতক জাতিকারা, তবে বিপদের দায় নিজেদের। অতএব সাবধান।
ভারতে ৩ ঘণ্টা ৫ মিনিট ধরে চলবে বিরল এ সূর্য গ্রহণ। সকাল ৮টা ২৭ মিনিট থেকে ১১টা ৩২ মিনিট পর্যন্ত। কোচবিহারে আংশিক সূর্যগ্রহণ শুরু হবে সকাল ৮টা ৩৪ মিনিটে। শেষ হবে ২ ঘণ্টা ৫৪ মিনিট পর ১১টা ২৯ মিনিটে।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সৌভাগ্য কলকাতাসহ এ রাজ্যের হয়েছিল ৩৯ বছর আগে। তারপর ১৯৯৫, ১৯৯৯ ও ২০০৯ সালেও ভারতে হয়েছে সূর্যগ্রহণ। সেই সময়েও কয়েক বার আংশিক সূর্যগ্রহণ দেখা গিয়েছিল কলকাতাসহ রাজ্যের কয়েকটি জেলা থেকে।