বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় পাশে থাকার জন্য ঢাকায় আসছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। লন্ডন সময় সন্ধ্যা ৬টা ৩ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকায় আসছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। বৃহস্পতিবার লন্ডন থেকে ঢাকা অভিমুখে রওনা হয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। তিনি জানান, লন্ডনের সময় সন্ধ্যা ৬টা ৩ মিনিটে বাংলাদেশ বিমানের বিজে-৩০২ ফ্লাইটটি ঢাকা উদ্দেশে উড্ডয়ন করেছে। ওই ফ্লাইটেই রয়েছেন জুবাইদা রহমান।
জুবাইদার আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত ও পরবর্তী পদক্ষেপে জুবাইদা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন দলীয় নেতারা।
বর্তমানে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা অব্যাহত রয়েছে।
আতিকুর রহমান রুমন বলেন, ‘ভাবী হিথ্ররো বিমান বন্দর থেকে রওনা হয়েছেন বলে জানতে পেরেছি। ইনশাল্লাহ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ফ্লাইটটি ঢাকার হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে। বিমান বন্দর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আসবেন।’
তিনি জানান, এরপর বিএনপি চেয়ারপারসনকে নিয়ে কাতার রয়েল অ্যাম্বুলেন্সের বিমান লন্ডনের উদ্দেশে রওনা হবে। হিথ্ররো বিমান বন্দরে মাকে বিদায় জানান জাইমা রহমান।
খালদে জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে বলে গতকাল বেলা পৌনে ৩টার দিকে এক ব্রিফিংয়ে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান। তিনি বলেন, বৃহস্পতিবার মধ্যরাত বা শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়া হবে। তবে পরে দলের পক্ষে জানানো হয়, হয়তো কিছুটা দেরি হতে পারে।
কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসনের লন্ডনে যাওয়ার কথা রয়েছে। তার সঙ্গে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামীলা রহমান ও ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ ১৪ জন রওনা হবেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় গত ২৩ নভেম্বর রাতে। শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় সিসিইউতে। সেখানেই যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল ও দেশি চিকিৎসকদের নিয়ে গঠিত বোর্ডের সিদ্ধান্তে তাকে যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।
জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে বহন করা কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সটিতে যেকোনো প্রতিকূলতার মধ্যেও যাতে চিকিৎসা দেওয়া যায়, সেজন্য সব প্রস্তুতি রাখা হয়েছে।
এরআগে গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনবারের এ সাবেক প্রধানমন্ত্রী লন্ডনে যান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স করে তিনি লন্ডনে যান। চিকিৎসা শেষে ৬ মে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



