স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন অজি তারকা শেন ওয়াটসন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।
এবারের বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে খেলবেন অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার। প্লেয়ার্স ড্রাফটের বাইরে থেকে ওয়াটসনকে দলে ভিড়িয়েছে রংপুর রেঞ্জার্স।
চলমান বিপিএলে নিজেদের ভাগ্য বদলাতে ওয়াটসনকে ডেকে এনেছে রংপুর। টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে তলানিতে রয়েছে দলটি। পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে তারা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনের দ্বিতীয় খেলায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে লড়বে রংপুর। ম্যাচটিতে ওয়াটসনের খেলা নিয়ে এখনও নিশ্চিত করে বলা হয়নি কিছু।
প্রসঙ্গত, ২০১৭ সালেও ঢাকা ডায়নামাইটসের সঙ্গে চুক্তি করেছিলেন শেন ওয়াটসন। তবে অনাকাঙ্ক্ষিত চোটে পড়ে সে আসর বিপিএলে খেলা হয়নি তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।