বিনোদন ডেস্ক : একটি বিবাহোত্তর সংবর্ধনা ঢাকায় এসেছিলেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওনি। প্রায় ১৬ ঘণ্টা অবস্থান শেষে রবিবার সকাল ৯টা ২০ মিনিটের ফ্লাইটে ভারতে ফিরে গেছেন। সানি লিওনের বাংলাদেশ সফরের বিষয়টি নিয়ে দেশব্যাপী আলোচনা শুরু হয়।
সানি বাংলাদেশে আসছেন, এই খবর প্রকাশ হবার পরেই গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনিকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়।
একটি সিনেমার শুটিংয়ের জন্য তিনি ও ভারতের ১০ জন অভিনয়শিল্পীকে ওই অনুমতি দেওয়া হয়েছিল। তবে গত ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে শুধুমাত্র সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়।
কারণ হিসেবে বলা হয়, সানি লিওন তার পরিচয় (নাম) গোপন করে ভিন্ন নামে, নিজেকে মার্কিন নাগরিক দেখিয়ে অনুমতি নেন। তথ্য মন্ত্রণালয় বিষয়টি জানার পর তার (সানি লিওন) ওয়ার্ক পারমিট বাতিল করেন। এমন পরিস্থিতিতে সানির ঝটিকা ঢাকা সফর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
টুরিস্ট ভিসায় এসেছিলেন সানি ও তার সঙ্গীরা। তবে বাংলাদেশে সানি লিওনির নাম গোপনের বিষয়টি নিয়ে যে বিতর্ক হয়েছে, তা নিয়ে বেশ কষ্ট পেয়েছেন স্বামী ড্যানিয়েল ওয়েবার। তিনি জানিয়েছেন সানি লিওনি নাম গোপন করেননি। নায়িকার প্রকৃত নাম ‘করণজিৎ কৌর’ তা সবারই জানা। আর তাই নাম গোপনের প্রশ্নই ওঠে না।
ড্যানিয়েল দেশীয় গণমাধ্যমকে বলেছিলেন, ‘সানি বিষয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। সানি কোনো প্রতারণার আশ্রয় নেয়নি। সানি আর কখনও বাংলাদেশে কাজ করবে না। ’
গত শনিবার (১২ মার্চ) বিকেল ৫টা ৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি পোস্ট করে বাংলাদেশে আসার কথা জানিয়েছিলেন সানি লিওন। ক্যাপশনে লেখেন, ‘এই সুন্দর দেশে এসে আমি খুব খুশি। ’
মিনিট কয়েক পর আরও একটি ছবি পোস্ট করেন সানি লিওনি। সেখানে তার সঙ্গে স্বামী ড্যানিয়েল ওয়েবার ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসকে দেখা যায়। সেই পোস্টে সানি লেখেন, ‘ঢাকায় পরিবারের সঙ্গে মজার মুহূর্ত। ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।