Views: 88

Coronavirus (করোনাভাইরাস) অপরাধ-দুর্নীতি ঢাকা বিভাগীয় সংবাদ

ঢাকায় করোনাভািইরাস নিয়ে নেতিবাচক প্রচারণা, গ্রেফতার ৬


জুমবাংলা ডেস্ক: ‘মুসলমানদের জন্য করোনাভাইরাস কোন আতঙ্কের কারণ নয়, বরং কাফিরদের প্রতি চরম আযাব-গজব’ এই শিরোনামের লিফলেট বিতরণের সময় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. আওকাত হোসাইনকে (৫৩), মো. ফেরদাউস হাসান টিটু (২৫), মো. তাওহিদুল ইসলাম (২৫), মো. মুসলিম উদ্দিন (২৩), মো. মফিজুল ইসলাম (২০) ও মো. ফরিদ হোসেন (২০)।  এ সময় আটককৃতদের কাছ থেকে লিফলেট ও তাদের বহনকারী একটি পিক-আপ ভ্যান (ঢাকা মেট্রো-ম, ৫১-২৫৯০) জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, মোট ৩২টি পিকআপ ভ্যানে করে ঢাকা শহরে এই লিফলেট বিতরণ করছিলেন।


ডিএমপির রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এসএম শামীম বলেন, পুলিশের একটি টিম শনিবার সন্ধ্যায় মো. আওকাত হোসাইনকে ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে লিফলেট বিতরণের সময় হাতেনাতে আটক করে। পরে তথ্যের ভিত্তিতে বাকী পাঁচজনকে রাজধানীর মৌচাক মার্কেটের সামনে থেকে আটক করা হয়।

লিফলেট বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, জব্দ লিফলেটে করোনাভাইরাস নিয়ে যেসব কথা লিখা আছে যা জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া এগুলো ছোঁয়াচে রোগ বিস্তারের পক্ষে সহায়ক।

তিনি আরো জানান, এক পাতার লিফলেটে বলা হয়েছে, ‘ছোঁয়াচে রোগ বা সংক্রামক রোগ বলতে কিছু নেই। ছোঁয়াচে রোগ বিশ্বাস করা হারাম, কাট্টা কুফরি ও শিরকির অন্তর্ভুক্ত।’

গ্রেফতাররা পুলিশকে জানিয়েছেন, ‘রাজারবাগী হুজুর’ নামে এক ব্যক্তির প্ররোচনায় তারা এমন প্রচারণা করছিলেন।

এ ঘটনায় জীবন বিপন্নকারী মারাত্মক রোগের সংক্রমণ ছড়াতে পারে এমন বিদ্বেষমূলক কাজের জন্য এবং জন উপদ্রব সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে শাহবাগ ও রমনা থানায় দুটো মামলা করা হয়েছে। সূত্র: ডিএমপি নিউজ


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschoolআরও পড়ুন

পিস্তল হাতে হেঁটে এসে প্রকাশ্যেই গুলি চালাল যুবক (ভিডিও)

Saiful Islam

ছেলের ফাঁসি চান মা

Shamim Reza

এতিম শিশুটির দায়িত্ব নিলেন ইউপি চেয়ারম্যান

Shamim Reza

পিস্তল দেখিয়ে ২৭ ছাগল ছিনতাই, আটক ৩

Shamim Reza

ছাদ থেকে পড়ে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু

Shamim Reza

একজনের পরিবর্তে অন্য অন্তঃসত্ত্বার গর্ভপাতের চেষ্টা!

Saiful Islam