Advertisement
জুমবাংলা ডেস্ক : উন্নয়নশীল ৮টি মুসলিম দেশের অর্থনৈতিক জোট ডি-৮ এর দশম সম্মেলন আগামী বছর ঢাকায় অনুষ্ঠিত হবে।
ঢাকা সফরে আসা জোটের মহাসচিব জাফর কু শারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা জানান।
বলেন, আগামী এপ্রিল এই সম্মেলনে বাংলাদেশ ২০২০-২১ মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পাবে। এ সময় জোটের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন ডি-৮ এর মহাসচিব।
বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের প্রশংসা করে জাফর কু শারি জোটভুক্ত দেশগুলোর জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল চান, যাতে সম্মতি দেন শেখ হাসিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।