Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ঢাকায় বেড়েছে কাঁচা মরিচের দাম
অর্থনীতি-ব্যবসা কৃষি

ঢাকায় বেড়েছে কাঁচা মরিচের দাম

Saiful IslamJuly 27, 20203 Mins Read
Advertisement


জুমবাংলা ডেস্ক : বন্যার কারণে অনেক জেলার ফসল পানিতে তলিয়ে যাওয়া এবং সরবরাহ কমে যাওয়ায় নগরীর কাঁচাবাজারে কাঁচা মরিচের দাম বেড়ে কেজি প্রতি ২০০ টাকা ছাড়িয়েছে।

রাজধানীর সবজি বিক্রেতারা বলেছেন, সরবরাহের ঘাটতির কারণে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ৬০-৮০ টাকা থেকে বেড়ে ২২০ টাকা পর্যন্ত হয়েছে। সম্প্রতি বাজারে থাকা অন্যান্য সবজির দামও বেড়েছে বলে জানানা তারা।

যদিও, বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমে প্রতি কেজি বর্তমানে ১৩০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

সরকারি পরিসংখ্যান বলছে, বন্যায় এ পর্যন্ত ৮ হাজার হেক্টরেরও বেশি মরিচের খেত ক্ষতিগ্রস্থ হয়েছে। বাংলাদেশ বছরে এক লাখ ৪০ হাজার টন কাঁচা মরিচ উৎপাদন করে।

রাজধানী পুরান ঢাকা বংশালের বাসিন্দা শাহরিয়ার আলম জানান, গত সপ্তাহে তিনি এক কেজি কাঁচা মরিচ ২২০ টাকায় কিনেছিলেন। যা দুই সপ্তাহ আগেও তিনি ৬০-৭০ টাকা কিনেছেন।

তিনি বলেন, ‘কয়েক সপ্তাহ আগেও যে টমেটো ৫০-৬০ টাকা বিক্রি হয়েছে তা বাজারে এখন ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচাবাজরে বেশিরভাগ সবজির দাম বেড়ে গেছে।’

পুরান ঢাকার নাজিরাবাজারের সবজি ব্যবসায়ী আবু বকর সিদ্দিক জানান, সোমবার তিনি প্রতি কেজি কাঁচা মরিচ ২০০-২২০ টাকা দরে, টমেটো ১২০-১২০ টাকা, পেঁপে ৬০ টাকা, করলা ৮০ টাকা, লেবু (এক হালি) ২০-৩২ টাকা, বেগুন ও পটল ৫০-৬০ টাকা দরে বিক্রি করেছেন।

গত কয়েকদিনে কাঁচাবাজারের বেশ কয়েকটি সবজির দাম বেড়েছে জানিয়ে বিক্রেতা সিদ্দিক বলেন, ‘পাইকারি বাজারে দাম বাড়লে আমাদের কিছু করার থাকে না। আমাদের পাইকারি দাম থেকে কিছুটা লাভে বিক্রি করতে হয়।’

বেঁচে থাকাই কঠিন

ওই এলাকার দোকানি জিল্লুর রহমান জানান, তারা প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন এবং আমদানি করা পেঁয়াজ ৩০ টাকা, রসুন ৮০-১০০ টাকা এবং আদা ১৪০-১৫০ টাকা দরে বিক্রি করছেন।

‘তবে আমরা প্রতি কেজি এলাচ ৩২০০ টাকা, দারুচিনি ৫০০ টাকা এবং লবঙ্গ ১২০০ টাকায় বিক্রি করছি,’ বলেন তিনি।

জিল্লুর আরও বলেন, ‘কোরবানির ঈদকে সামনে রেখে যেগুলোর দাম কিছুটা বেড়েছে। আগের বছরের মতো হলে ঈদুল আজহার আগে এগুলোর দাম আরও বাড়তে পারে।’

তিনি বলেন, ঈদের সময় মশালার ভালো চাহিদা থাকে। তাই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসবকে ঘিরে সামনের দিনে এগুলোর দাম বাড়তে পারে।

কাওরান বাজারের পাইকারি সবজি বিক্রেতা আবদুস সোবহান তালুকদার জানান, বন্যার কারণে সবজি উৎপাদন ক্ষতিগ্রস্থ হয়েছে। ‘করোনার মধ্যে যোগ হয়েছে বন্যার অভিশাপ। আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বেঁচে থাকাটাই খুব কঠিন হয়ে উঠেছে।’

এদিকে, কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, বন্যার কারণে সারাদেশে ৩৪৯ কোটি টাকার ফসলের ক্ষয়ক্ষতির প্রভাব কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, ‘৫৪ লাখ টাকা ব্যয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ এবং ক্ষুদ্র কৃষকরাও ধান ট্রান্স-প্ল্যান্টারের মাধ্যমে বিনামূল্যে আমনের চারা রোপণ করতে পারবেন। বন্যাকবলিত অঞ্চলে আমন উৎপাদন করতে না পারলে প্রায় ৫০ হাজার কৃষককের মাঝে ৩.২২ কোটি টাকার মাসকোলাইয়ের বীজ ও সার সরবরাহ করা হবে।

মন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে ২৫ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত বন্যা ১৪টি জেলায় ৭৬,৩১০ হেক্টর ধানখেত এবং ৩ লাখ ৪৪ হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন। দ্বিতীয় পর্যায়ে, ১১ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত আগের ১৪ জেলাসহ মোট ২৬ জেলার প্রায় ৮৩ হাজার হেক্টর জমির ধানখেত নষ্ট হয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Related Posts
Gold

খাঁটি স্বর্ণ না খাঁটি লোকসান, কেনার আগে আপনার করণীয়

December 21, 2025

এবারও দেশসেরা চা ব্র্যান্ড ‘ইস্পাহানি মির্জাপুর’

December 21, 2025
স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, অপরিবর্তিত রুপা

December 21, 2025
Latest News
Gold

খাঁটি স্বর্ণ না খাঁটি লোকসান, কেনার আগে আপনার করণীয়

এবারও দেশসেরা চা ব্র্যান্ড ‘ইস্পাহানি মির্জাপুর’

স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, অপরিবর্তিত রুপা

সোনা

সোনা নিয়ে অজানা কিছু তথ্য, যা আপনি জানতেন না

Sonchoypotro

আরও কমার শঙ্কা সঞ্চয়পত্রের মুনাফা

Taka

বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে কোন ব্যাংকগুলো, জেনে নিন

Gold

স্বর্ণ, টাকা বা জমির পরিবর্তে আগামী ১০ বছরে সবচেয়ে মূল্যবান হবে যে জিনিস

সবজির দাম

ভরা মৌসুম, তবুও সবজির দামে নেই স্বস্তি

taka

যেখানে বিনিয়োগে টাকাও নিরাপদ থাকে, মুনাফাও পাওয়া যাচ্ছে ব্যাংকের চেয়ে বেশি

গভর্নর

ধার করে নয়, রিজার্ভ নিজেদেরকেই বাড়াতে হবে : গভর্নর

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.