in

ঢাকায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত

ক রোনা সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে রয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ২২৬ জন এবং শনাক্ত হয়েছেন ১২ হাজার ২৩৬ জন।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত ক রোনায় মারা গেছেন ১৭ হাজার ২৭৮ জন। আর এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২৬ জনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৪ জনের মৃত্যু হয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪২ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, খুলনা বিভাগে ৫২ জন, বরিশাল বিভাগে ছয় জন, সিলেট বিভাগে পাঁচ জন, রংপুর বিভাগে ১৩ জন ও ময়মনসিংহ বিভাগে ১০ জন মারা গেছেন।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১২ হাজার ২৩৬ জনের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন।

এ বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ২৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪৯৮ জন, চট্টগ্রাম বিভাগে দুই হাজার ৪৭ জন, রাজশাহী বিভাগে এক হাজার ২৬৯ জন, রংপুর বিভাগে ৫১১ জন, খুলনা বিভাগে এক হাজার ৬৩৯ জন, বরিশাল বিভাগে ৫০০ জন ও সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৫৩৮ জন।