জুমবাংলা ডেস্ক: প্রায় তিন মাস ঢাকায় অবস্থানের পর লন্ডনে গেছেন খালেদা জিয়ার পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান।
রবিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
সোমবার (১৭ জানুয়ারি) সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, গতকাল (রবিবার) সন্ধ্যায় কোকোর স্ত্রী শর্মিলা রহমান লন্ডন গেছেন।
Advertisement
এর আগে গত বছরের (২০২১) ২৫ অক্টোবর লন্ডন থেকে ঢাকা আসেন শর্মিলা রহমান। ঢাকায় আসার পর থেকেই তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখভাল করছিলেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ায় অবস্থানকালে মারা যান আরাফাত রহমান কোকো। তারপর থেকে যুক্তরাজ্যের লন্ডনে থাকেন স্ত্রী শর্মিলা রহমান ও দুই মেয়ে। মাঝে মাঝে ঢাকায় এসে শাশুড়ি খালেদা জিয়ার বাসায় থাকেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।