জুমবাংলা ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে। এই সড়কে ঈদে ঘরমুখো মানুষের চলাচল বৃদ্ধি পাওয়ায় ধীরগতিতে চলছে যানবাহন। কয়েকদিনের জন্য কর্মস্থল ত্যাগ করে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষ ছুটছেন নিজ নিজ গ্রামের বাড়ি।
মঙ্গলবার দুপুরে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের বাসস্ট্যান্ড, সেতু পূর্ব গোল চত্বর ও জোকারচর বাসস্ট্যান্ড ঘুরে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার এমন চিত্র দেখা যায়।
এছাড়া মহাসড়কে ঘরমুখো অসংখ্য মোটরসাইকেল আরোহীদেরও দেখা গেছে।
জানা যায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকাজুড়ে উত্তরবঙ্গগামী পরিবহনের দীর্ঘ লাইনে ধীরগতিতে স্থবির হয়ে পড়ে যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আর মাঝে মধ্যে শামুকের গতিতে গাড়ি চলছে।
ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরমুখী বাসের রেজা করিম নামে একজন যাত্রী রাত ১০টায় তার ফেসবুক পোস্টে লিখেছেন,‘অবশেষে সাড়ে ৫ ঘন্টায় চন্দ্রা পার হলাম। বাকি রাস্তার কি অবস্থা আল্লাহপাক ভালো জানেন।’
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বলেন, এলেঙ্গা থেকে সল্লা পর্যন্ত কোন যানজট নেই। বৃষ্টির কারণে সল্লা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা ও সেতুর ওপরে পরিবহনের চাপ রয়েছে এবং ধীরগতিতে চলাচল করছে। আশা করছি স্বাভাবিক হয়ে আসবে। সড়কে যাতে যানজট না হয় সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।
ঢাকার সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানায় ঈদের ছুটি শুরু হওয়ায় সাথে সাথেই বাসস্ট্যান্ডগুলোতে দেখা গেছে যাত্রীদের উপচেপড়া ভিড়। আর এতে সাভারের মহাসড়কগুলোতে সৃষ্টি হয়েছে যানজটের।
আজ (২৭ জুন) বিকালে সরজমিনে দেখা যায়, সাভারের বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বাইপাইল থেকে আশুলিয়া ব্রিজ, নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ থেকে চন্দ্রা এবং ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর থেকে নবীনগর সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
বাইপাইল বাসস্ট্যান্ড থেকে সিরাজগঞ্জে যাওয়ার উদ্দেশে বাসে উঠেছেন মাহফুজ আহমেদ নামে এক গার্মেন্টসকর্মী। তিনি জানান, প্রায় ২ ঘণ্টা জ্যাম ঠেলে বাস আগাচ্ছে। আজকে থেকে গার্মেন্টসগুলো ছুটি হওয়ায় অনেক যাত্রী রাস্তায় তাই এত যানজট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।