ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
জুমবাংলা ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) ভোর থেকে জেলার কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সূত্রাপুর থেকে শুরু হয়ে চন্দ্রা মোড় পার হয়ে আরো কয়েক কিলোমিটার জুড়ে আছে দীর্ঘ এ যানজট। সেখানে থেমে থেমে চলছে গাড়ি। যাত্রীরা পড়েছে ভোগান্তিতে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান জানান, বঙ্গবন্ধু সেতুর দিকে পরপর কয়েকটি গাড়ি নষ্ট হওয়ায় গাড়ির চাপ পড়েছে মহাসড়কে। এতে সেতুপূর্ব গোল চত্ত্বর থেকে মহাসড়কের আনালিয়াবাড়ি পর্যন্ত গাড়ির ধীরগতি রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ঠিক হয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।