জুমবাংলা ডেস্ক: খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।
দুই সিটিতে সোমবার সকাল ৮টা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত।
এবারই প্রথম একসঙ্গে দুই সিটি নির্বাচন ঢাকায় ইসির মিলনায়তনের অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি কক্সবাজার পৌরসভার ভোটও পর্যবেক্ষণ করা হচ্ছে।
খুলনা সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ৩৫ হাজার ৫২৮ জন এবং বরিশাল সিটি করপোরেশনে এ সংখ্যা দুই লাখ ৭৬ হাজার ২৯৪ জন। এ দুই সিটির ভোটার ৪১৫ কেন্দ্রে ভোট দিচ্ছেন। যেখানে তিন হাজার ৪৫৬টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।
সকাল থেকেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা ও নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম কন্ট্রোল রুমে উপস্থিত থেকে ভোট পর্যবেক্ষণ করছেন।
খুলনা সিটি করপোরেশনে মোট ৩১টি ওয়ার্ডে ভোটকেন্দ্রের সংখ্যা ২৮৯টি। ভোটকক্ষ রয়েছে এক হাজার ৭৩২টি। দুই হাজার ৩১০টি সিসি ক্যামেরার মাধ্যমে খুলনা সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে।
অন্যদিকে বরিশাল সিটি করপোরেশনের মোট ৩০ ওয়ার্ডে ভোটকেন্দ্রের সংখ্যা ১২৬টি। ভোটকক্ষ ৮৯৪টি। এখানে এক হাজার ১৪৬টি সিসি ক্যামেরা বসিয়ে ভোট পর্যবেক্ষণ করা হচ্ছে।
এছাড়া কক্সবাজার পৌরসভা নির্বাচন ৪৩টি কেন্দ্রে ৩৩১টি সিসি ক্যামেরা বসিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।
২৩ টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একই সাথে ২৩৫ টি সিসি ক্যামেরায় ২৮৭১ টি ভোট কক্ষ পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি ডিসপ্লে দশ সেকেন্ড পরপর অটো রোটেড করে এভাবে ৪৫৮ টি কেন্দ্রের ভোট গ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি ভোট কক্ষে একটি করে আর কেন্দ্র প্রতি দুটি করে সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।