জুমবাংলা ডেস্ক : কোটাবিরোধী আন্দোলনের কারণে ঢাকা থেকে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টা থেকে রাজধানীর মহাখালীতে রেল লাইন অবরোধ করে আন্দোলন শুরু হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান।
ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন জানিয়েছেন, অবরোধের কারণে দুটি ট্রেন মহাখালীর আশপাশে আটকা পড়েছে। ট্রেন দুটি না ছাড়লে এ রেলপেথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে না। এ ছাড়া কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশনে সন্ধ্যা পর্যন্ত ছয়টি ট্রেন আটকা পড়ে আছে।
জানা গেছে, গাজীপুর হয়ে যেসব ট্রেন ঢাকা আসে এর মধ্যে সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন জয়দেবপুর, টঙ্গী রেল স্টেশনে থেমে আছে। সব মিলিয়ে ঢাকা রেলওয়ে স্টেশনে আটকা পড়েছেন শত শত যাত্রী। দুপুর থেকে তারা রীতিমতো দুর্ভোগের মধ্যে রয়েছে।
স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সন্ধ্যা পর্যন্ত কোনো ট্রেনের যাত্রা বাতিল হয়নি। যাত্রীদের টিকিটের টাকাও ফেরত দেওয়া হয়নি। অবরোধকারীরা রেল লাইন থেকে সড়ে গেলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান রেলওয়ে কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।