প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) দেশের অন্তত ৪০ জেলায় ছড়িয়ে পড়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জের পর সবচেয়ে বেশি রোগী এখন গাজীপুরে। গতকাল পর্যন্ত দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২৬৬ জন। মারা গেছে ১৫ জন। এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৭৫ জন।
এদিকে ঢাকা, নারায়নগঞ্জের পর হটস্পট হয়ে উঠছে গাজীপুর। প্রতিনিয়তই বাড়ছে করোনা রোগী। লকডাউন রয়েছে গাজীপুর। কিন্তু লকডাউন কোন কাজেই আসছেনা। প্রতিনিয়তই মুল সড়ক ব্যাতিত সর্বত্তই দেখা যাচ্ছে জনসমাগম। এনিয়ে কাজ করছে জেলা প্রসাশন, পুলিশ, র্যাব। গাজীপুরের দুই উপজেলায় ২৪ স্বাস্থ্যকর্মী, ৬জন পুলিশ সদস্য ও একজন সাংবাদিকসহ এ পর্যন্ত শতাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। দ্রুতই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সংক্রমিত ভাইরাসটিকে রুখতে শ্রীপুরে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করছেন স্বাস্থ্যকর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



